শ্যামল রায়,মঙ্গলকোটঃ
মঙ্গলকোটের লক গেটটি ভেঙে যাওয়ায় চলতি বর্ষায় প্লাবিত হওয়ার আশঙ্কায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও
গ্রীষ্মকালে সেচের সমস্যা ব্যাপকহারে দেখা দিয়েছিল অভিযোগ তবুও স্থানীয় প্রশাসন কর্মকর্তারা উদাসীন।মঙ্গলকোটের আটগড়ায় সেচ নালার লকগেটটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।
তাই চলতি বর্ষায় জল বাড়লে স্থানীয় এলাকা প্লাবিত হবে এমনটাই আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলকোট ব্লক মূলত কৃষিপ্রধান এলাকা এই কৃষিপ্রধান এলাকায় চাই পর্যাপ্ত সেচ জলের ব্যবস্থা ।
ব্লকের লাখুরিয়া চানক পালিগ্রাম ও গতিষঠা পঞ্চায়েত এলাকার কৃষক থেকে সাধারণ মানুষ সবাইকে এইরকম সমস্যার মধ্যে পড়তে হতে পারে ।
মঙ্গলকোটের চানক অঞ্চল থেকে সেচনালাটি উৎপত্তি হয়ে পালিগ্রাম গতিষঠা অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে গিয়ে লাখুরিয়া পঞ্চায়েতের মনোহরপুর সীতাহাটি গ্রামের কাছে নদীতে গিয়ে মিশেছে।
ওই সেচ নালার আটঘরা ইটভাটার কাছে রয়েছে লকগেট টি।
প্রসঙ্গত উল্লেখ যে কোন নদীতে বন্যা কিম্বা বর্ষায় ভারী বর্ষণে উঁচু এলাকার জল এই সেচ নালা দিয়ে বয়ে গিয়ে কুনুনদীতে শেষ হয়।কিন্তু দীর্ঘদিন ধরে লক গেটটি বিকল হয়ে পড়ায় মেরামত কেন হচ্ছে না প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ
আরো জানা গিয়েছে যে ২০১৪ সাল থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই লকগেটটি।
গেটের পাল্লা তোলা ও নামানোর পদ্ধতি নষ্ট হয়ে গিয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে।
এবারের বর্ষায় কল্যাণপুর খতিয়ার আটঘরা মনোহরপুর মল্লিকপুর সহ ৩৩থেকে ৩৪ টি গ্রামের কৃষিজমি প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত চাষিরা।
অন্যদিকে লকগেট টির নিচের অংশের পাল্লা গুলি নষ্ট হয়ে যায় পর্যাপ্ত জল ধরে রাখা যায় না।
সেই সময়ে সেচের প্রয়োজন হয় তখন জল না মেলায় সমস্যা পড়েন চাষিরা।
অথচ লক গেট তৈরি হওয়ার আশেপাশের এলাকায় রবিশস্য ও খরার সময় উপকৃত হতেন চাষীরা কিন্তু সেচ নালা সংলগ্ন মাঠে বরাবরই বিভিন্ন ধরনের ফসল ও সবজি চাষ হয়।
তাই লকেটটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকার বাসিন্দারা।
লাখুরিয়া পঞ্চায়েতের বিদায়ী প্রধান নাসির উদ্দিন শেখ বলেন কয়েক বছর আগে লোকদের সংস্কারের জন্য ব্লক প্রশাসনকে আলাদা ভাবে জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে পুনরায় প্রশাসনিক মহলে আলোচনা হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ দে জানিয়েছেন যে সমস্যা আছে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584