মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যায় ইতিমধ্যেই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। এইমুহূর্তে মন্দির নির্মাণের জন্য চলছে দেশের বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহের কাজ। এরই মাঝে রাম মন্দির নির্মাণের জন্য বিশ্বের ১১৫টি দেশ থেকে এল পবিত্র জল।
শনিবার আকবর রোডের বাড়িতে সেই জল গ্রহণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিশ্বের ১১৫ দেশের নদী, ঝর্না, সমুদ্র থেকে বিভিন্ন ধর্মের মানুষ এই জল সংগ্রহ করে পাঠিয়েছেন বলে সূত্রের খবর। শুধু তাই নয়, ১১৫টি ছোট ছোট পাত্রে সংশ্লিষ্ট দেশের নাম লিখে পবিত্র জল পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ ঔপনিবেশিকতা নয়, বিচার প্রক্রিয়ার ‘ভারতীয়করণ’ প্রয়োজন, মত প্রধান বিচারপতির
শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিশ্বের ১১৫টি দেশ থেকে আনা পবিত্র জল গ্রহণ করেন। এরপর সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্বের ১১৫ টি দেশ থেকে জল সংগ্রহ করার অর্থ হল ভারতের ‘বসুধৈব কুটুম্বকম’ চিন্তাধারাকে প্রতিফলন করা। আশাকরি বিশ্বের আরও ৭৭ টি দেশ থেকেও পবিত্র জল শীঘ্রই এসে যাবে। ওইসব জলও রাম মন্দির নির্মাণে ব্যবহার করা হবে। সেই পবিত্র জল দিয়ে আমরা রাম লালার জলভিষেক করব।” রাজনাথ সিং আরও বলেন যে, “ভারতের সংস্কৃতি অনেক উদার। এক্ষেত্রে আমরা কোনও জাত, ধর্ম, বর্ণ দেখি না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584