নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি ও ভারী বর্ষণের জেরে আলিপুরদুয়ারে নদীগুলির জলস্তর বাড়ছে। এর ফলে বেশ কিছু জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলমগ্ন হয়ে ঘরবন্দি বহু মানুষ।গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হয়েছে ১১৫ মিমি। হাসিমারাতে ১৮৬ মিমি বৃষ্টিপাত হয়েছে। ভারী বর্ষণের জেরে পানা নদীর জলস্তর বেড়ে গিয়েছে।
পানা নদীর জল চুয়াপাড়া চা বাগানে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে হাসিমারা ভোলা ঝোরার জল বেড়ে গিয়েছে। ভোলা ঝোরার জলে ভার্ণাবাড়ি ও সাঁতালি চা বাগানের বেশ কিছু অংশ জলমগ্ন হয়ে পড়েছে। এদিকে ভারী বর্ষণের জেরে বীরপাড়া শুকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন
ফলে বীরপাড়া থেকে লঙ্কাপাড়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুকটি নদীতে একটি গাড়ি আটকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা প্রাণের ঝুঁকি নিয়ে গাড়িটিকে উদ্ধার করে। ভারী বর্ষণের জেরে মাদারিহাটের রাঙালিবাজলা একতি নদীর জলও উপচে পড়ছে। রাঙালিবাজলা বিভিন্ন এলাকায় বাসিন্দাদের ঘরে জল ঢুকতে শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584