নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত দুইদিনের ভারী বৃষ্টিপাতের ফলে একেই জলমগ্ন গোটা এলাকা, তারই মাঝে পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ন নদীর জোয়ারের ফলে প্লাবিত তাম্রলিপ্ত পুরসভার একাধিক ওয়ার্ড। জানা গিয়েছে ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড নদীর তীরবর্তী হওয়ার কারণে ব্যাপকভাবে জল ঢুকছে এই ওয়ার্ডগুলোতে, জলমগ্ন হয়ে গিয়েছে এই ওয়ার্ড গুলো।
যার ফলে দুর্ভোগ দেখা দিয়েছে ওয়ার্ডের বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিগত ১০ বছরে এইরকম জল দেখেনি এলাকার মানুষ, তবে এভাবে জলোচ্ছ্বাস দেখে কার্যত আতঙ্কিত এলাকাবাসী।
আরও পড়ুনঃ তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে আমপানের ক্ষতিপূরণ চাইতে গিয়ে জুটল মার
অন্যদিকে পুরসভার তরফ থেকে দেয়া হচ্ছে সতর্কবার্তা। এলাকার মানুষকে সুরক্ষিত রাখার লক্ষ্যে নেয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে একাধিক কর্মসূচি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584