মুষলধারে বৃষ্টি, জলমগ্ন হাসপাতাল! দুর্ভোগ

0
53

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

মঙ্গলবার ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল ডুবল বৃষ্টির জলে। সদর জেলা হাসপাতালের বাইরে এক হাঁটু জল পেরিয়ে রোগীর পরিবার এবং রোগী নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের ভেতরে।

mans | newsfront.co
নিজস্ব চিত্র
woman | newsfront.co
জলমগ্ন হাসপাতাল। নিজস্ব চিত্র

একইভাবে অতি ভারী বৃষ্টিপাতের ফলে বাইরের জল পুরুষ মেডিসিন বিভাগের ভিতর ঢুকে পড়েছে। ফলে জলের মধ্যেই বেড পেতে তার মধ্যেই রোগীকে রাখা হয়েছে।চিকিৎসকরা চিকিৎসা করছেন জলের মধ্যে দাঁড়িয়েই।

man | newsfront.co
দেবাশীষ পন্ডা, হাসপাতাল কর্মী। নিজস্ব চিত্র
water | newsfront.co
নিজস্ব চিত্র

হাসপাতালে রোগীদের খাবার তৈরি করার জায়গায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে রান্না চলছে রোগীদের। দীর্ঘদিন ধরে জেলা হাসপাতালে নতুন মেডিকেল কলেজের কাজ চলছে।

mask | newsfront.co
রোগীর আত্মীয়। নিজস্ব চিত্র

বিভিন্ন জায়গায় ড্রেন আটকে কাজ চলছে। ফলে বৃষ্টি হলেই ডুবছে জেলা সদর হাসপাতাল। দেখা নেই কোন হাসপাতাল আধিকারিকদের।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর কাছে চার দফা দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন অসংগঠিত শ্রমিক কংগ্রেস

যার ফলে দুর্ভোগ দেখা দিয়েছে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগী ও রোগীর পরিজনদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here