নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
অতি ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রাধাবল্লভ চক গ্রাম পঞ্চায়েত এলাকায় কানাসী বৃন্দাবন চক্ গ্রামের ঘরবাড়ি ও রাস্তাঘাট গত ৩ দিন ধরে জলমগ্ন, যার ফলে রীতিমতো সমস্যায় ভুগতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে ৷
যতবার কংসাবতী নদীর জল ছেড়েছে ততবার এই অসহায় দরিদ্র সীমার নিচে পরিবার গুলির ঘরে জল ঢুকে প্লাবিত হয়েছে ৷ কিন্তু যখনই প্রশাসনের কাছে সাহায্য চাওয়া হয়েছে গ্রামবাসীরা নিরাশ হয়েছে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের ৷ গত কয়েক দিন ধরে রান্না খাওয়া দাওয়া এমনকি ঠিক মত রাত্রি যাপনও করতে পারছেনা গ্রামবাসীরা ৷ গরু বাছুর নিয়ে কোনো মতে দিন যাপন করছে ৷
আরও পড়ুনঃ পূর্বচিল্কায় নির্মীয়মাণ বাঁধ ঘিরে আশঙ্কা, উদাসীনতার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
ইতিমধ্যেই প্রশাসনের তরফে গ্রামবাসীরা অনুরোধ জানিয়েছে অবিলম্বে কোন স্থায়ী ব্যবস্থা করা হোক ৷ তবেই সমস্যার সমাধান হবে গ্রামবাসীদের ৷ তার ওপর ক্রমবর্ধমান বৃষ্টি হয়ে চলার ফলে , কংসাবতী নদীর জল এখন বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছে, ফলে আতঙ্কিত হয়ে রয়েছে এলাকাবাসীরা।কবে আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবে তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে গ্রামবাসীদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584