অতিবৃষ্টিতে পাঁশকুড়ায় জনজীবন বিপর্যস্ত

0
50

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

অতি ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রাধাবল্লভ চক গ্রাম পঞ্চায়েত এলাকায় কানাসী বৃন্দাবন চক্ গ্রামের ঘরবাড়ি ও রাস্তাঘাট গত ৩ দিন ধরে জলমগ্ন, যার ফলে রীতিমতো সমস্যায় ভুগতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে ৷

woman | newsfront.co
জলবন্দি ৷ নিজস্ব চিত্র

যতবার কংসাবতী নদীর জল ছেড়েছে ততবার এই অসহায় দরিদ্র সীমার নিচে পরিবার গুলির ঘরে জল ঢুকে প্লাবিত হয়েছে ৷ কিন্তু যখনই প্রশাসনের কাছে সাহায্য চাওয়া হয়েছে গ্রামবাসীরা নিরাশ হয়েছে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের ৷ গত কয়েক দিন ধরে রান্না খাওয়া দাওয়া এমনকি ঠিক মত রাত্রি যাপনও করতে পারছেনা গ্রামবাসীরা ৷ গরু বাছুর নিয়ে কোনো মতে দিন যাপন করছে ৷

আরও পড়ুনঃ পূর্বচিল্কায় নির্মীয়মাণ বাঁধ ঘিরে আশঙ্কা, উদাসীনতার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

ইতিমধ্যেই প্রশাসনের তরফে গ্রামবাসীরা অনুরোধ জানিয়েছে অবিলম্বে কোন স্থায়ী ব্যবস্থা করা হোক ৷ তবেই সমস্যার সমাধান হবে গ্রামবাসীদের ৷ তার ওপর ক্রমবর্ধমান বৃষ্টি হয়ে চলার ফলে , কংসাবতী নদীর জল এখন বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছে, ফলে আতঙ্কিত হয়ে রয়েছে এলাকাবাসীরা।কবে আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবে তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে গ্রামবাসীদের মধ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here