নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
একদিনের বৃষ্টিতে জলে ডুবল স্কুল প্রাঙ্গণ। মেদিনীপুর শহরের কর্নেলগোলার নারায়ণ বিদ্যাভবন (বালক) বিদ্যালয়ের জলনিকাশির সুষ্ঠু ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়তে হয় স্কুলের ছাত্র থেকে শিক্ষক শিক্ষিকাদের। যদিও করোনা আবহে বর্তমানে বিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ রয়েছে, কিন্তু বিদ্যালয়ের অফিসিয়াল কাজকর্মের জন্য বিদ্যালয়ে আসতে হয় শিক্ষক শিক্ষিকাদের।
গতকাল রাতের বৃষ্টির পর আজ সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকরা দেখেন বিদ্যালয় প্রাঙ্গণ জলে ভরে গেছে । সেই জল ঢুকেছে কয়েকটি শ্রেণী কক্ষেও।
আরও পড়ুনঃ রায়গঞ্জের হসপিটাল সুপারকে প্রাণনাশের হুমকি
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ডোগরা জানান, বহুবার এবিষয়ে স্থানীয় কাউন্সিলার থেকে পুরসভা, ডিআই মাধ্যমিক অফিসে জানানোর পরেও কোন সুরাহা হয়নি।
জমা জল থেকে বিভিন্ন জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, এসবের জেনে বুঝেও নির্বিকার সংশ্লিষ্ট প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584