শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
জেলার নদীর হাল হাকিকত খতিয়ে দেখতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এলেন বিখ্যাত ওয়াটার ম্যান ডঃ রাজেন্দ্র সিং। জেলার মৃত প্রায় আত্রেয়ী, পুনর্ভবা, টাঙন ও ইচ্ছামতি নদী ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। জেলার নদী পরিদর্শনের পর বালুরঘাট নাট্যতীর্থ মঞ্চে নদী কনভেনশনে যোগ দেন তিনি।
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে সহ অন্যান্য বিশিষ্ট জন। বালুরঘাটের একটি সংস্থার উদ্যোগেই মূলত জেলায় আসেন ওয়াটার ম্যান রাজেন্দ্র সিং। কিভাবে বিশ্ব উষ্ণায়ণ নিয়ন্ত্রণ করা সম্ভব ও জল সংরক্ষণ সম্ভব তাও তিনি বলেন।
আরও পড়ুনঃ দাঁতনে দিদিকে বলো কর্মসূচির আয়োজন
পাশাপাশি বাংলাদেশ যে ভাবে আত্রেয়ী নদীতে রবার ড্রাম লাগানো হাইড্রোজেন বোমার সমান ক্ষতি করেছে। নদীতে কিভাবে জল সংরক্ষণ সম্ভব এবং সে ক্ষেত্রে সরকারের কি কি ভুমিকা হতে পারে তাও তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584