মুর্শিদাবাদে গঙ্গা পদ্মার জল বিপদ সীমার উপর দিয়ে বইছে

0
746

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

the water of pdda become danger | newsfront.co
জলমগ্ন। নিজস্ব চিত্র

বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গা পদ্মার জল। জেলার ধুলিয়ান, সুতি, সামসেরগঞ্জ সহ বেশ কিছু জায়গায় জল বাড়ছে হুহু করে তাতে অতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

নিজস্ব চিত্র
 water of pdda become danger | newsfront.co
নিজস্ব চিত্র

সাম্প্রতিক অতি বৃষ্টির কারনে এমনিতেই বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে আছে তার উপর এই জল বৃদ্ধি চিন্তার কারন হয়ে দাঁড়াচ্ছে।

 water of pdda become danger | newsfront.co
নিজস্ব চিত্র
সাইনুরা বেওয়া, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জলমগ্ন এলাকা পরিদর্শনে বিধায়ক

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

সবচেয়ে খারাপ পরিস্থিতি সুতির অরঙ্গাবাদ ঠাকুর পাড়া গ্রাম,অন্যদিকে সামসেরগঞ্জ থানার কামালপুর, শিবপুরের কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে।

local person | newsfront.co
ষষ্ঠীচরন ঘোষ, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

দুর্গোৎসবের আনন্দ ভুলে মানুষ এখন আতঙ্কের প্রহর গুনছে। ধুলিয়ানের নিকাশি নালার অবস্থাও খুব খারাপ থাকায় জল জমে বন্যার আকার ধারন করেছে। ৩৮ টি পূজো হয় এখানে। অধিকাংশ জমে থাকার কারনে অধিকাংশ পূজো বন্ধ থাকবে বলে আশঙ্কা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here