শ্যামল রায়, কালনাঃ
ধানের জমিতে সাব মারসিবল থেকে জল দেওয়া বন্ধ করে দিলেন এলাকার মালিক। এর ফলে ধান গাছ শুকিয়ে মারা যাচ্ছে বলে কালনা মহকুমা শাসকের কাছে অভিযোগ জানালেন প্রণব কুমার যশ। জানা যায় প্রণব বাবুর বাড়ি মন্তেশ্বর থানার কুলুট গ্রাম পঞ্চায়েতের আসানপুর গ্রামে।
ইতিমধ্যে মহকুমা শাসকের দফতর থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার জানা গিয়েছে যে প্রণব কুমার যশের এক বিঘে ১৪ কাঠা জমিতে ধান লাগানো হয়েছে। সাব মারসিবল এর মালিক অপূর্ব দত্ত পারিবারিক অশান্তির কারণ ঘটার পর থেকে বেশ এক সপ্তাহ ধরে প্রণব কুমার যশের ধানের জমিতে জল দিচ্ছে তা বলে অভিযোগ।
আরও পড়ুনঃ নীলষষ্ঠীর সন্ধ্যায় ভক্তহীন মন্দিরে তালা দিয়ে পূজো দেবপুরীতে
এদিকে প্রণববাবু জানিয়েছেন, ‘এই বিষয়ে আমি বারবার অনুরোধ করেছিলাম সাব মারসিবল এর মালিক অপূর্ব দত্তকে। এমনকি আমার পরিবারের বাবা-মা সকলেই ধানের জমিতে জল দেওয়ার কথা বলেছেন। কিন্তু তারপরে জল দেওয়া তো দূরস্ত বরং গালিগালাজ ও অশালীন আচরণ করেছে অপূর্ব দত্ত। তাই জল দিয়ে ধান বাঁচানোর আর্জি জানিয়ে বাধ্য হয়ে মহকুমা শাসকের দ্বারস্ত হয়েছি’।
যদিও সাব মারসিবল এর মালিক অপূর্ব দত্ত এই বিষয়ে কিছু বলতে চাইনি। তবে মহকুমা শাসক জানিয়েছেন যে বিষয়টি তদন্ত করে দ্রুত ধান কিভাবে বাঁচানো যায় তার উদ্যোগ গ্রহণ করব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584