পাইপ কেটে জলের সংযোগ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
31

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

রাস্তা কেটে পারমিশান ছাড়া বেআইনিভাবে বিশুদ্ধ পানীয় জলের কানেকশান চড়াদরে বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পি ডব্লু ডি ও পি এইচ ই দুই দপ্তরের কারোর পারমিশান নেই। অথচ রমরমিয়ে চলছে বেআইনি কাজ।

water supply connection | newsfront.co
নিজস্ব চিত্র

নেপথ্যে স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। বিষয়টি নিয়ে আন্দোলনের পথে বিজেপি। পারমিশান ছাড়া বেআইনি ভাবে সদ্য সংস্কার হয়ে যাওয়া আমতলা বারুইপুর পি ডব্লু ডি রাস্তা কেটে জলের পাইপ নিয়ে যাওয়ার অভিযোগ।

water connection | newsfront.co
নিজস্ব চিত্র

জলের পাইপের কানেকশান করে রাখা হচ্ছে। ভবিষ্যতে ঐ জলের কানেকশান চড়াদরে বিক্রি করা হবে। এই সকল অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার কয়ালের মোড়ে।

আরও পড়ুনঃ সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পি ডব্লু ডির রাস্তা পি এইচ ই দুই দপ্তরের পারমিশান ছাড়া কাজ করছে। তবে কানেকশান বিক্রি করা হচ্ছে না। একজন গরিব মানুষ তারই জলের কানেকশান করে দেওয়া হয়েছে। যা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে।

রাস্তা কাটায় যান চলাচল ব্যাহত হচ্ছে। কিন্তু এলাকায় পানীয় জল পৌঁছালেও কি হবে পাশে আন্ধার মানিক গ্রামে বিশুদ্ধ পানীয় জল পৌঁচ্ছায় না। তিন কিলোমিটার দূরে থেকে পানীয় জল নিয়ে যেতে হয়। বিষ্ণুপুরে বিজেপির যুব মোর্চার সভাপতি আকাশ দ্বীপ এর বিরোধিতা করেছে।

দলের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করবেন। আলিপুর মহকুমা শাসক সামিউল ইসলাম জানান পুরো বিষয়টি জেনে ক্ষতিয়ে দেখবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here