নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ
করোনা আবহের মধ্যে শহরের বিভিন্ন জায়গায় জলের সমস্যা দেখা দিয়েছে। এবার পদ্মপুকুর জলপ্রকল্পে সমস্যা দেখা দিল। সেই কারণে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়ায় জল সরবরাহের সময়ে পরিবর্তন আনা হচ্ছে।
আজ, মঙ্গলবার থেকেই এই নতুন সূচি অনুযায়ী জল মিলবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গঙ্গায় ভাটার সময় জল তোলার সমস্যা হচ্ছে। সেই কারণে জল দেওয়ার সময়ে কিছু পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মানতে গিয়ে ফলস বুকিংয়ে আর্থিক ক্ষতিতে মেট্রো, বাড়ানো হচ্ছে ই-পাসের সংখ্যা
পরিবর্তিত সূচিতে বলা হয়েছে, সকাল ৬ টা থেকে ৮টা পর্যন্ত জল পাওয়া যাবে। দুপুরে জল মিলবে বেলা ১২ টা ১৫ মিনিট থেকে ১ টা ৪৫ মিনিট পর্যন্ত। সন্ধ্যায় জল দেওয়ার সময় একঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সূচিতে সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জল সরবরাহ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584