নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
এক টানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার শহর। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রাত থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয় গোটা আলিপুরদুয়ার জেলা জুড়ে। বৃহস্পতিবার সকালও এক নাগাড়ে বৃষ্টি চলে। এক রাতের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় আলিপুরদুয়ার পুরসভার ১৬,২০, ৪,২ ও ৫ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায়।
বেশ কিছু এলাকায় রাস্তার উপর জলের স্রোত বইতে থাকে। জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকেই বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি সারা রাত ধরে চলে। এর ফলে জলস্রোত বেড়ে যায় কালজানি ননাই সহ একাধিক নদীতে। সকাল থেকেই জল ডিঙিয়ে যাতায়াত করতে দেখা যায় লোহারপুল, নিউ আলিপুরদুয়ার, সারদাপল্লী সহ আলিপুরদুয়ার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে।
আরও পড়ুনঃ ১০০ দিনের প্রকল্পে খাল সংস্কারের কাজ শুরু
১৬ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা দিলু বর্মন অভিযোগ করেন, ‘বেশ কিছু বছর ধরে শহরের নিকাশি নালাগুলো সংস্কার করা হয় না। যার ফলে জল জমে থাকছে। সামান্য বৃষ্টিতে ডুবছে ওয়ার্ড।’ বর্ষার শুরুতেই এই ছবি দেখে আশঙ্কায় দিন গুনছেন শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584