নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বুধবার রাত থেকে টানা বৃষ্টির ফলে জলমগ্ন আলিপুরদুয়ারের বিভিন্ন ওয়ার্ড। জেলার বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে জনজীবন বিপর্যস্ত। জেলার বিভিন্ন নদী যেমন ডিমা, কালজানি ,রায়ডাক, সংকশের জলস্তর বৃদ্ধি পেয়েছে।প্রশাসন থেকে প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে নদীগুলোর জলস্তরের উপর।
সাধারণ মানুষের অভিযোগ, গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে বাড়িতে জল ঢুকে যাওয়ার পরেও এখনো পর্যন্ত প্রশাসন খোঁজ নেয়নি। জানা গেছে শহরের ১,৭,৮,৯,১৮ নং ওয়ার্ড গুলোতে জল বাড়িতে ঢুকে গৃহবন্দি হয়ে রয়েছেন প্রচুর মানুষ। প্রচুর মানুষ আশ্রয় নিয়েছেন বাঁধের উপর। ৮নং ওয়ার্ডে নেতাজী পল্লী, মিলন পল্লীতে জল বিভিন্ন বাড়িতে ঢোকার ফলে গৃহবন্দি হয়ে রয়েছেন অনেকে।
আরও পড়ুনঃ কালচিনিতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল
এছাড়াও আলিপুরদুয়ারের ৯,১৮ নং ওয়ার্ডের দিপচর এলাকায় জল বাড়িতে ঢোকার ফলে সাধারন মানুষ বাঁধে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মদন সাহা বলেন, ‘গতকাল থেকে টানা বৃষ্টির ফলে আমাদের বাড়িতে জল ঢুকে যায়। প্রশাসন থেকে এখনো পর্যন্ত কেউ আমাদের কোনো খোঁজ নেয়নি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584