নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ভারী বর্ষণের জেরে ডুবল আলিপুরদুয়ার শহর। শহরের সব ওয়ার্ডেই কম বেশি জল জমে গিয়েছে। কিন্তু ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুরদুয়ার শহরের সূর্য্য নগর, বিধানপল্লী, অরবিন্দনগর পিলখানা, অরবিন্দনগর, মিলন পল্লী, শোভাগঞ্জ, মনোজিত নাগ বাস টার্মিনাস, নিউ আলিপুরদুয়ার সহ শহরের বিস্তৃর্ণ এলাকায়।
এই সব জায়গায় সর্বত্র এক কোমরের উপর জল দাঁড়িয়ে যায়। কোথাও কোথাও এক মানুষ জল জমে গিয়েছে। বেগতিক বুঝে আলিপুরদুয়ার পুরসভা উদ্ধার কাজে নৌকা নামায়। মোট ছয়টি নৌকা উদ্ধারকাজে নামানো হয়েছে। অপ্রতুল নৌকার জন্য বিভিন্ন এলাকায় ক্ষোভ তৈরি হয়।
আরও পড়ুনঃ ঐশ্বর্য, আরাধ্যার করোনা রিপোর্ট ইস্যুতে করা টুইট ডিলিট করলেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী
তবে জল সমস্যা থেকে রেহাই পেতে একমাত্র পাম্প হাউসেই আস্থা রাখছে পুরনাগরিকরা। জেলার বিভিন্ন নদীর জল বেড়ে গিয়েছে। কালজানি নদীতে সকালে হলুদ সতর্কতা জারি হলেও বিকেলে তা তুলে নেওয়া হয়েছে। জেলার রায়ডাক, তোর্ষা, বাসরা সহ সব নদীতে জল বেড়ে গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584