নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বিভিন্ন এলাকা। যার ফলে ব্যাপক দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাত থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয় শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকা জুড়ে।
এদিন সকালে কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিধাননগরের বেলবস্তি,রবীন্দ্রপল্লি সহ গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিকাশী ব্যবস্থা না থাকার জন্য জল বাইরে বেরতে পারছে না। জল জমে রয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা করেনি।
আরও পড়ুনঃ সংরক্ষণের অভাবে বিলুপ্তপ্রায় নলরাজার গড়
পাশাপাশি তাদের অভিযোগ, ‘যখন এলাকা জলমগ্ন হয়, তখন প্রশাসন শুধু ছবি তুলে নিয়ে যায়। তারপর আর কোন ব্যবস্থা করেন না। ভোটের সময়ে নেতারা অশ্বাস দেন। এরপর ভোট শেষ হয়ে গেলে সব ভুলে যান। তাই আমাদের দাবি যত দ্রুত সম্ভব এলাকায় জল নিকাশী ব্যবস্থা ঠিকমতো করতে হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584