একটানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা

0
35

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

একটানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু এলাকা। জলবন্দি হয়ে পড়েছেন ইসলামপুর মহকুমার চাকুলিয়া ব্লকের কয়েক হাজার বাসিন্দা। বন্যার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী। এদিকে একটানা বৃষ্টিতে নদীর জলও বেড়ে গিয়েছে। যদিও বিষয়টি ইতিমধ্যেই নজরে এসেছে প্রশাসনের। দুর্গত এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Waterlogged | newsfront.co
নিজস্ব চিত্র

টানা কদিন ধরে অতি বৃষ্টিপাতের কারণে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ও চাকুলিয়া ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে গোয়ালপোখর ব্লকের সাহাপুর, বিপ্রীত, গোয়াগাঁও এবং চাকুলিয়া ব্লকের জনতাহাট, শকুন্তলা সহ বেশকিছু নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় জলবন্দি হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। বাড়িঘরে জল ঢুকে পড়েছে। জলে ডুবে গিয়েছে ক্ষেতের ফসলও।

আরও পড়ুনঃ ভগ্নদশায় মেজিয়া সেতু, মেরামতির কাজে এগিয়ে এল স্থানীয় যুবকরা

জানা গিয়েছে, একটানা অতিবৃষ্টির কারণেই নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। ব্লক প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতগুলিকে দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here