বেহাল নিকাশি ব্যবস্থা, সামান্য বৃষ্টিতেই ভাসল নয়াগ্রাম

0
44

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

সামান্য বৃষ্টিতেই ডুবে যায় পুরো এলাকা। নেই নিকাশি ব্যবস্থা। ফলে বর্ষা আসলেই জমা জলের উপর দিয়েই নিত্যদিন যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি কাজ।

waterlogged | newsfront.co
জলপথ। নিজস্ব চিত্র

তাই বাধ্য হয়ে হোয়্যাটস অ্যাপ মারফত ব্লক, মহকুমা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে অভিযোগ পাঠালেন মুর্শিদাবাদ জেলার সুতি-১ নং ব্লকের হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের অধীন নয়াগ্রামের বাসিন্দারা। বুুধবার এলাকাবাসীরা অভিযোগটি পাঠান।

Mamtaj Begam | newsfront.co
মমতাজ বেগম, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

এলাকাবাসীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই নয়াগ্রামে নেই নিকাশি ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল। বর্ষা আসলেই তা যেন ছোট নদীতে পরিণত হয়। আগে নয়াগ্রামের জাকির মাস্টারের বাড়ি থেকে খাশপাড়া পর্যন্ত রাস্তার ধার দিয়ে লম্বা একটা সরকারি জায়গা দিয়ে গ্রামের জল নিকাশি হলেও বর্তমানে কিছু অসৎ ব্যক্তি সেই সমস্ত সরকারি জায়গা গুলোতে মাটি ফেলে দখল নেওয়ায় জল নিকাশি কার্যত বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ এবছর আসন সংখ্যা বাড়ছে না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। স্কুল ও বেসরকারি ডি.এড কলেজের শিক্ষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদেরও নিত্যদিন এই রাস্তার উপর দিয়েই চলাচল করতে হয়। পাশাপাশি গ্রামেই রয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এক হাঁটু জল টপকেই গর্ভবতী মহিলা থেকে শুরু করে বাচ্চাদের টিকাকরন করাতে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। ফলে বিভিন্ন রোগেরও প্রাদুর্ভাব কার্যত বেড়েই চলেছে। অবিলম্বে জল নিকাশির ব্যবস্থা করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here