নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দিন কয়েকের বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ ব্লকের একাধিক গ্রাম। ফলে জলবন্দি হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জন্য নাগর, মহানন্দা, কুলিক নদীর জলস্তর বাড়ছে। রবিবার রাতে কুলিক নদীর জল বিপদসীমা ছুঁয়েছে। নদী তীরবর্তী বসতি এলাকায় জল ঢুকে পড়েছে।
রায়গঞ্জ ব্লকের বিডিও রাজু লামা বলেন, “পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। সকলকে সতর্ক করা হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুত করার ব্যবস্থা করা হচ্ছে।” গত ৭২ ঘণ্টায় উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
আরও পড়ুনঃ বিস্ফোরক ভর্তি তিনটি গাড়ি আটক করলো মুরারই থানার পুলিশ
রায়গঞ্জ ব্লকের ভাতুন গ্রাম পঞ্চায়েত, জগদীশপুর গ্রাম পঞ্চায়েত, বাহিন গ্রাম পঞ্চায়েত, গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বেশকিছু গ্রামে বাড়ির মধ্যেও জল ঢুকে পড়েছে। উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের জন্য উত্তর দিনাজপুর জেলার গামারি, কুলিক, নাগর, মহানন্দা, ডাউক, সুঁই নদীর জলস্তর দ্রুত বাড়ছে। নদীগুলির জলস্তরের দিকে কড়া নজর রাখছে সেচ দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584