মনিরুল হক, কোচবিহারঃ
টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহর। গতকাল রাত থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয় কোচবিহার জেলা জুড়ে। এদিন সকাল পর্যন্ত এক নাগারে বৃষ্টি চলে। প্রবল বৃষ্টিতে নাজেহাল অবস্থা স্থানীয় বাসিন্দাদের।
একটানা বৃষ্টিতে কোচবিহার শহরের দিনহাটা রোড এলাকার রামকৃষ্ণ মঠের সামনে, নিউ টাউন মোড়, রাজবাড়ি সংলগ্ন এলাকা সহ ১ নম্বর ওয়ার্ডের মান্টুদাস পল্লী, ১০ নম্বর ওয়ার্ড ও কোতোয়ালি থানা সহ বেশ কিছু এলাকায় রাস্তার উপর জল জমে যায়।
আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে জেরবার জটেশ্বর
১ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার অভিযোগ, ‘বেশ কিছু বছর ধরে শহরের নিকাশি নালা গুলো সংস্কার করা হয় না। এছাড়াও রাজ আমলে শহরে জল জমে না থাকার জন্য যে সব দিঘি খনন হয়েছিল, সেগুলি ভরাট হয়ে গিয়েছে। সম্প্রতি রাস মেলার মাঠ, পুলিশ লাইনের মাঠ উঁচু করা হয়েছে। ফলে সেখানেও আর জল জমে থাকে না। ওই জল গুলো শহরের নালা উপচে রাস্তা এমনকি বাড়ির ভিতরেও ঢুকে পড়ছে। তাতেই দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের।’
বিজেপি নেতা বিরাজ বোস বলেন, ‘দিঘি ভরাট হয়েছে। রাসমেলার মাঠ, পুলিশ লাইনের মাঠ উঁচু করা হয়েছে। ফলে জল উপচে শহরের রাস্তায়, বাড়িতে ঢুকবেই। আগেই জল নিস্কাশনের ব্যবস্থা আরও উন্নত করা উচিত ছিল। সেটা তো হয়ই নি। আগে থেকেই যে নালা গুলো ছিল, সেটাও সংস্কার হয় নি। ফলে দুর্ভোগ বাড়ছে বাসিন্দাদের।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584