নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
দ্রুত প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে শিক্ষা দপ্তর। সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্সেলিংয়ে পছন্দসই জেলার আবেদন করার জন্য পোর্টালটি এখন https://prim-tet.in চালু রয়েছে। ১৩ জুলাইয়ের মধ্যে মেরিট লিস্টে থাকা সকলে আবেদন জানালে নিয়োগপত্র বিলির প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হবে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ওই পোর্টাল আগামী ১৬ জুলাই থেকে চালু করার কথা ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের। এই পোর্টালের মাধ্যমেই অনলাইন কাউন্সেলিংয়ের জন্য আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুনঃ নিট-ইউজি ২০২১-র পরীক্ষা ১২ সেপ্টেম্বর, আগামীকাল থেকে অনলাইনে আবেদন
কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই শনিবার রাতে এই পোর্টালটি চালু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর তার ৪৮ ঘণ্টার মধ্যেই মেরিট লিস্টে থাকা প্রার্থীদের মধ্যে ৮০ শতাংশ প্রার্থী নিজেদের পছন্দের জেলা বেছে নিয়েছেন বলে জানানো হয়েছে সোমবারের বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুনঃ উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মামলাকারীরা
একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, বাকি ২০ শতাংশ প্রার্থী যদি আগামিকালের মধ্যে অনলাইনে আবেদন করে দেন, তবে নিয়োগ প্রক্রিয়াও অবিলম্বে শুরু করে দেওয়া যায়। সোমবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে বাকি ২০ শতাংশ প্রার্থীদের আবেদন দাখিল করতে হবে অনলাইনে অর্থাৎ তাঁদের জন্য হাতে সময় মাত্র একদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584