মাধ্যমিক পরীক্ষা সূচী ঘোষণা, শুরু হচ্ছে ১ জুন থেকে

0
128

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

২০২১ সালে ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। জানানো হয়েছে আগামী ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত হবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা।

students | newsfront.co
প্রতীকী চিত্র

চলতি বছরে করোনার সংক্রমণ আসার আগেই মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছিল কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিনটি বিষয় পরীক্ষা বাকি ছিল। করোনার বাড়বাড়ন্ত কথা চিন্তা করে ওই তিনটি পরীক্ষা বাতিল করতে হয় এবং পরবর্তী সময়ে অন্য বিষয় প্রাপ্ত নম্বর থেকে গড় করে নাম্বার দিয়ে দেওয়া হয়।

rutin | newsfront.co
পরীক্ষা সূচী

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সারাদেশের সঙ্গে এ রাজ্যেও সুস্থতার হার অনেকটাই বাড়ায় আগামী বছর মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারল শিক্ষা দপ্তর।শনিবার বিকেলে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ১জুন হবে প্রথম ভাষার পরীক্ষা এবং ২ জুন হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা।

আরও পড়ুনঃ উচ্চ-মাধ্যমিকের সময়সূচি বদল, বিশেষ আর্জি শিক্ষামন্ত্রীর

৩ জুন ভূগোল, ৫ জুন ইতিহাস, ৭ জুন অংক, ৮ জুন জীবন বিজ্ঞান, ৯ জুন ভৌতবিজ্ঞান এবং ১০ জুন ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। মিউজিক এবং ভোকালের পরীক্ষা হবে দু ঘন্টা ১৫ মিনিট, দিনক্ষণ পরে জানানো হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন, শর্টহ্যান্ড টাইপরাইটিং এবং সেলাই সংক্রান্ত পরীক্ষা দিনক্ষণ পরে জানানো হবে। এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here