মনিরুল হক, কোচবিহারঃ
দীর্ঘ কয়েকদিন ধরে সারা রাজ্য জুড়ে সরকারি স্বীকৃতি, স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভ ও ধরনা প্রদর্শন করে চলেছে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা।
সোমবার বাদ গেলনা কোচবিহার জেলাতেও। এদিন কোচবিহার শহরের স্টেশন মোড়ে রাজপথ আটকে ধরনায় বসেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
পরে তাদের সাথে কথা বলে ওই পথ অবরোধ তুলে দেয় পুলিশে। ওই ঘটনার জেরে শহরের ব্যস্ততম রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবিতে সারা রাজ্যের সাথে সাথে কোচবিহার জেলায় মিছিল, অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা।
কিন্তু তাতেও কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে বিগত চারদিন ধরে ওই একই দাবিতে কোচবিহার কলেজের সামনে অনশন কর্মসূচিতে বসেন ওই সংগঠন।পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যদের অভিযোগ, দীর্ঘ চার পাঁচ দিন ধরে তারা ধরনায় বসলেও প্রশাসন থেকে কোনও সাহায্যই মিলছে না।
এমনকি তারা অসুস্থ হয়ে পড়লেও সরকারিভাবে সাহায্য পাননি। নিজেদের পয়সাতেই তাদের চিকিৎসা করাতে হচ্ছে। এদিন জেলাজুড়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ৯১ জন সদস্য বলে জানা গেছে সংগঠন সূত্রে।
আরও পড়ুনঃ বালুরঘাটে স্বাস্থ্য-বিধি উড়িয়ে দলবদলের অনুষ্ঠান, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির অন্যতম নেতৃত্ব মেহেবুব ইলাহি আলি বলেন, “জেলাজুড়ে এই কর্মসূচি চলছে। এদিন এক ঘণ্টা অবস্থান বিক্ষোভের পর আমরা আবার ধরনা মঞ্চে ফিরে যাব। এতে যদি কোন সুরাহা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584