সরকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন

0
64

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দীর্ঘ প্রতীক্ষার পর সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।

College teaching | newsfront.co
প্রতীকী চিত্র

কতগুলি শূন্যপদ রয়েছে, তা কলেজ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত তাদের কাছে আগের নিয়োগ প্রক্রিয়া থেকে ৪২৭ টি শূন্যপদ রয়েছে। এই বছরের শেষে শূন্যপদের সংখ্যা দু’হাজারের কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে করছেন কমিশনের আধিকারিকরা।

কলেজ সার্ভিস কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘২০১৮ সালের বিজ্ঞাপনের ভিত্তিতে আমরা ২৮২০টি শূন্যপদ পেয়েছিলাম। তার মধ্যে ২ হাজার ২৯৩টি শূন্যপদে আমরা প্রার্থী সুপারিশ করে দিয়েছি। ক্যাটেগরি অনুযায়ী প্রার্থী পাওয়া যায়নি বলে ৪২৭টি শূন্যপদ এখনও পড়ে রয়েছে। অর্থাৎ আমাদের হাতে এখন ৪২৭টি শূন্যপদ রয়েছে।’

আরও পড়ুনঃ নেতাজির জন্মলগ্নে শঙ্খধ্বনি-আজান দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

এই ৪২৭টি শূন্যপদের সঙ্গে আগামী এক বছরের শূন্যপদ যোগ হয়ে সেই সংখ্যা দু’ হাজারের কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে করছেন কলেজ সার্ভিস কমিশনের আধিকারিকরা। ওই আধিকারিক বলেন, ‘এই শূন্যপদের ভিত্তিতেই আমরা ২০২২ সালের জানুয়ারি থেকে সুপারিশ করা শুরু করব। ২০২১ সালে আমরা ইন্টারভিউ করব।’

আরও পড়ুনঃ মান ভাঙল না বৈশাখীর, মিছিলে অনুপস্থিত শোভনও! অস্বস্তিতে বঙ্গ বিজেপি

এর আগে, ২০১৮ সালে ৫২টি বিষয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞাপন দিয়েছিল কলেজ সার্ভিস কমিশন। তার মধ্যে চারটি বিষয়ে কোনও শূন্যপদ ছিল না। তাই ৪৭টি বিষয়ে নির্বাচনী প্রক্রিয়ার পর ৪৪টি বিষয়ে নিয়োগের প্যানেল প্রকাশ করেছিল কমিশন। বাকি তিনটি বিষয়ের জন্য সেই সময় প্রার্থী পাওয়া যায়নি।

জানা গিয়েছে, ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত চলেছিল ইন্টারভিউ, প্যানেল প্রকাশ, কাউন্সেলিং ও সুপারিশ করার প্রক্রিয়া। তারপরে বাকি থাকা শূন্যপদের ভিত্তিতে চলে রি-কাউন্সেলিং প্রক্রিয়া। ৩১ ডিসেম্বর ৪৪টির মধ্যে ৪১টি বিষয়ের প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বাকি তিনটি বিষয়ের প্যানেলের বৈধতা রয়েছে ২০২১-এর মার্চ মাস পর্যন্ত। তাই সেগুলির জন্য রি-কাউন্সেলিং প্রক্রিয়া চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here