কলেজে ভর্তিতে কোন সমস্যা হবে না পড়ুয়াদের, দাবি শিক্ষামন্ত্রীর

0
48

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে সোমবার থেকে। তার আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পড়ুয়াদের আশ্বস্ত করে জানালেন যে ভর্তি সংক্রান্ত কোনরকম সমস্যা হবে না পড়ুয়াদের। পর্যাপ্ত আসন রয়েছে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে। তারপরেও যদি ভর্তি সংক্রান্ত কোন সমস্যা হয় তাঁরা বিষয়টি দেখবেন।

Bratya Basu
সৌজন্যেঃ হিন্দুস্তান টাইমস

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে মোট আসন সংখ্যা ৫ লক্ষ ৯২ হাজার। তার মধ্যে ৮ শতাংশ থেকে ২২ শতাংশ আসন প্রতি বছরই ফাঁকা থাকে। এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, লেডি ব্রেবোর্ন এবং আশুতোষ কলেজের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও আসন ফাঁকা থেকে যায়। তাই ছাত্রছাত্রীদের চিন্তার কারণ নেই বলেই জানিয়েছে শিক্ষা দফতর।

করোনা আবহে এ বছর উচ্চ মাধ্যমিক-সহ সর্বভারতীয় বোর্ডগুলির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে যায়। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে দেওয়া হয়েছে নম্বর। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ বছর উত্তীর্ণ হয়েছে সব পরীক্ষার্থীই। কিন্তু উপরের দিকের গ্রেড পেয়ে পাশের হার তুলনামূলকভাবে কম।

আরও পড়ুনঃ শুরু ফুলবাগান-শিয়ালদহ ইস্ট ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান, লক্ষ্য কালিপুজোয় যাত্রী পরিষেবা শুরু করার

আইএসই এবং সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতেও এবার রেকর্ড পরিমাণ পাশের হার। এই বোর্ডগুলিতে ৮০ শতাংশ থেকে ১০০ শতাংশ নম্বর পেয়েছেন বেশ বড় সংখ্যক পরীক্ষার্থী। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, উচ্চ মাধ্যমিক পাশ পরীক্ষার্থীরা কলকাতার তথাকথিত নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকস্তরে ভর্তি হতে কোন সমস্যার মুখে পড়বেন কিনা। এ প্রসঙ্গে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুনঃ ‘কের পুজো’ উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট তৃণমূল সুপ্রিমো থেকে দলীয় নেতাদের

এছাড়া এ দিন জাতীয় শিক্ষানীতিকে কেন্দ্রের ‘তুঘলকি কাণ্ড কারখানা’ বলে আখ্যা দেন ব্রাত্য বসু। তিনি বলেন , শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত বিষয় অথচ জাতীয় শিক্ষানীতির বিষয়ে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করে কেন্দ্র তার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ব্রাত্য এদিন বলেন, প্রধানমন্ত্রী যেমন সব সময় আলোচনার বদলে একতরফা বক্তব্য দিতে পছন্দ করেন, শিক্ষা নীতিতেও তারই প্রতিফলন দেখা যাচ্ছে। কেন্দ্র শিক্ষায় কেন্দ্রীকরণের চেষ্টা করছে বলে তাঁর দাবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here