শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে রাজ্যগুলিকে তাদের প্রাপ্য জিএসটি থেকে বঞ্চনা করা হচ্ছে, এমন অভিযোগ নবান্নে আগেও করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তা প্রকাশ্যে চলে এল খোদ কেন্দ্রীয় সরকারের ক্যাগ রিপোর্টেও। আর সেই রিপোর্টকে হাতিয়ার করেই এবার টুইটে কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।

সম্প্রতি ক্যাগ রিপোর্টে প্রকাশিত হয় জিএসটি বাবদ রাজ্যগুলির প্রাপ্য ৪২,২৭২ কোটি টাকা তহবিলের কথা বেমালুম চেপে গিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার রাতেই তা প্রকাশ্যে আসে।
Modi Govt caught red handed by its own CAG for hiding Rs.47,272Cr from Cess Compensation Fund meant for States! Slyly put into CFundOfindia.Violating GST Act.Why?To bluff us by overstating revenue collection & bluff global rating agencies by understating fiscal deficit. Shameful
— Dr Amit Mitra (@DrAmitMitra) September 25, 2020
আর তা নির্দিষ্ট করেই অমিত মিত্র টুইটারে লেখেন, ‘মোদী সরকারের নিজেদের সংস্থার কাছে হাতেনাতে ধরা পড়েছে। ৪৭,২৭২ কোটি টাকার সেস ক্ষতিপূরণ তহবিলের কথা তারা গোপন করেছে। যা জিএসটি আইন ভঙ্গের সামিল।’
আরও পড়ুনঃ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদে মুকুল রায়, সম্পাদক অনুপম
তিনি আরও দাবি করেন, ‘আমাদের কর সংগ্রহ নিয়ে ধোঁকা দিতে আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে রাজকোষ ঘাটতি লুকোতে এই কাজ করেছে কেন্দ্রীয় সরকার।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584