“নির্দেশ কার?” মুখ্য সচিব ও ডিজি-র কাছে কৈফিয়ত তলব রাজ্যপাল জগদীপ ধনখড়ের

0
80

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

নেতাই-এর শহীদ দিবসের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার সময় ঝিটকা জঙ্গলের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকে দেয় পুলিশ। আর তা নিয়েই রাজ্যপালের কাছে নালিশ ঠোকেন শুভেন্দু। কেন শুভেন্দুকে সেদিন আটকানো হয় তার উপযুক্ত কারণ জানতে চেয়ে মুখ্যসচিব এবং ডিজি-কে সোমবার বেলা ১১টা থেকে রাজভবনে তলব করেন রাজ্যপাল। কিন্তু হাজির হননি দুজনেই।

Jagdeep Dhankhar
রাজ্যপাল জগদীপ ধনখড়

রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি লিখে রাজ্যের দুই শীর্ষ আধিকারিক জানান, নির্দেশ মেনেই করোনা পরিস্থিতিতে এই পদক্ষেপ করছেন তাঁরা। রাজ্যপাল এ বার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং ডিজি মনোজ মালব্যর কাছে জানতে চাইলেন, কার নির্দেশে তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করলেন না। এনিয়ে একটি টুইটও করেন তিনি।

আরও পড়ুনঃ কেন কমিটিতে নেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ? মেলা বন্ধের আবেদন জানিয়ে আদালতে ডক্টরস ফোরাম

মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং ডিজি মনোজ মালব্য এদিন রাজ্যপালকে চিঠি লিখে জানান বেশ কয়েকজন আমলা এবং পুলিশ কর্তাদের অনেকেই ইতিমধ্যেই করোনা আক্রান্ত হওয়ার কারণে রয়েছেন নিভৃতবাসে। তাই বাকিদের ওপর কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং‌ গঙ্গাসাগর মেলা আয়োজনের দায়িত্ব রয়েছে। তাই নির্দেশ মতো তাঁরা রাজভবনে যাননি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নেতাই-এর ঘটনার রিপোর্ট পাঠানো হবে রাজ্যপালের কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here