রাজ্যে অবাধ নির্বাচন করতে বদ্ধ পরিকর রাজ্যপাল

0
61

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

২০১৮ পঞ্চায়েত নির্বাচনের মতো এবারে বিধানসভা নির্বাচন হবে না। ডায়মন্ড হারবারের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের থানার ওসি থেকে আইসি জেলার এসপির কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Jagdeep Dhankhar | newsfront.co
সাংবাদিক বৈঠকে রাজ্যপাল।নিজস্ব চিত্র

সাংসদ অভিষেক ব্যানার্জির কথায় ডায়মন্ডহারবার চলছে, যা নিয়ে অসোন্তোষ প্রকাশ করেন রাজ্যপাল। ১টা১৫মিনিটে সাংবাদিক বৈঠক সারেন তিনি। রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ডায়মন্ড হারবারে গত পঞ্চায়েত নির্বাচনে প্রহসন হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে অবাধ নির্বাচন করতে বদ্ধ পরিকর তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ ‘ক্ষমতা থাকলে জাতীয় সঙ্গীত বদলে দেখাক’, কোচবিহার থেকে বিজেপিকে হুঁশিয়ারি মমতা’র

আগামীতে তিনি একাধিকবার ডায়মন্ড হারবারে আসবেন বলে জানান। নির্বাচনের আগেই ডায়মন্ড হারবারের উপর বিশেষ নজর রাখা হয়েছে। অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী নামানো হবে বলে জানান। এদিন প্রায় এক ঘন্টা ধরে চলে বৈঠক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here