নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বিএসএফ-এর সীমানা বৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্র বিরোধী প্রস্তাব পাশ ও সিবিআই, ইডি-র দুজন আধিকারিকের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশকে কেন্দ্র করে ফের সংঘাতে রাজ্য ও রাজ্যপাল।
প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর বিধানসভায় বিএসএফ-এর এক্তিয়ারের সীমা বৃদ্ধির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে প্রস্তাব আনে রাজ্য সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত বলেও দাবি করে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি-র বিরোধিতা সত্বেও তৃণমূলের এই প্রস্তাব সংখ্যাধিক্যের জোরে প্রস্তাব পাশ হয় বিধানসভায়।
WB Governor Shri Jagdeep Dhankhar has sought West Bengal Legislative Assembly Proceedings as regards passing @MamataOfficial Resolution as regards extension of jurisdiction area @BSF_India and Breach of Privilege Motion against CBI and ED officials @dir_ed pic.twitter.com/jksI62x18I
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 19, 2021
অন্যদিকে এই ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনখড় প্রশাসনিক পথে রাজ্যের বিরোধিতা শুরু করলেন এবার। বিধানসভার সচিবালয়কে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে সম্প্রতি বিধানসভায় পাশ হওয়া ওই প্রস্তাব ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই আধিকারিকের বিরুদ্ধে নেওয়া স্বাধিকার ভঙ্গের নোটিশের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন তিনি। এমনকি বিধানসভার কাছে পাঠানো চিঠির কপিও আজ টুইট করেন রাজ্যপাল। আগামী ৭ দিনের মধ্যে বিধানসভাকে এই দুটি বিষয়ের বিস্তারিত রিপোর্ট রাজভবনে পাঠানোর নির্দেশও দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ প্রথমে টুইট করে শুভেচ্ছা, পরে কবিতা লিখে কৃষকদের জয়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী
যদিও, রাজ্যপালের এই অভিযোগকে কার্যত গুরুত্বই দিতে চাইছে না রাজ্য। রাজ্যপালের চিঠির প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন রাজ্যপাল বিধানসভার প্রতিটি কাজে বাধা দিচ্ছেন। এটা ঠিক নয়। এ প্রসঙ্গে সিপিআইএম নেতা রবীন দেব বলেন, একাধিক ইস্যুতে বহু কেন্দ্র বিরোধী প্রস্তাব বাম সরকারের আমলেও বিধানসভায় পাশ হয়েছে। নীতিগত দিক দিয়ে এ ধরনের প্রস্তাব পাশের বিরোধিতা করতে পারেন না রাজ্যপাল। রাজনৈতিক মহলের মতে, কেন্দ্র বিরোধী দুই ইস্যুতে ফের একবার রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584