টুইট করে রাজ্যের বিধানসভা অধিবেশন স্থগিতের ঘোষণা রাজ্যপাল জগদীপ ধনখড়ের

0
69

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রাজ্যের বিধানসভা অধিবেশন স্থগিত, টুইট করে রাজ্যপাল জগদীপ ধনখড় শনিবার দুপুরে একথা জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, “সংবিধানের ১৭৪ নম্বর ধারার ক এবং খ উপধারায় অনুযায়ী বাংলার বিধানসভা অধিবেশন প্রোরোগ করলাম। ১২ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে।”

Jagdeep Dhankhar
রাজ্যপাল জগদীপ ধনখড়

প্রাথমিক ভাবে রাজ্যপালের এই টুইট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। কারণ বাংলার রাজ্য- রাজ্যপাল সংঘাতের কথা সর্বজনবিদিত। স্বাভাবিকভাবেই এই টুইট ঘিরে জল্পনা তৈরি হয় যে রাজ্যপাল কেন এমন সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল। তবে কি রাজ্যপাল স্বতপ্রণোদিত হয়ে বিধানসাভার অধিবেশন স্থগিত করে দিলেন! এই নিয়ে চর্চা শুরু হয় সর্বত্র।

তার কিছু পরে সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ জানান যে, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। মন্ত্রিসভার সুপারিশ মেনেই রাজ্যপাল অধিবেশন স্থগিত করেছেন। রাজ্যপাল কোনও স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত নেননি। পরবর্তী অধিবেশন ডাকবেন রাজ্যপালই। তবে মন্ত্রিসভা ঠিক করে দেওয়া দিনক্ষণ অনুযায়ী অধিবেশন ডাকবেন রাজ্যপাল। তবে রাজ্য সরকারই বা কেন বাজেট অধিবেশন স্থগিত করল, তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

আরও পড়ুনঃ ক্ষতিপূরণ আদায় অবিলম্বে বন্ধ করতে যোগী সরকারকে নির্দেশ শীর্ষ আদালতের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here