শুভেন্দুর বিরুদ্ধে ভুয়ো মামলা না করার জন্য সতর্ক করে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

0
80

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

jagdeep dhankhar | newsfront.co
জগদীপ ধনকড়

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী কে চিঠি লিখে তৃণমূল ছেড়েছেন শুভেন্দু অধিকারী। বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার সময় তিনি রাজ্যপাল কে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে তিনি দাবি করেছিলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা মামলায় ফাঁসাতে পারে রাজ্য পুলিশ। শুভেন্দু অধিকারীর অভিযোগ পেয়েই রাজ্যপাল জগদীপ ধনকড় বৃহ্স্পতিবারই মুখ্যমন্ত্রীকে ‘সতর্ক’ করে দিলেন। পরিষ্কারভাবে জানিয়ে দিলেন শুভেন্দুর বিরুদ্ধে যেন কোনও ভুয়ো মামলা না করা হয়।

আরও পড়ুনঃ ফারাক্কায় দু’দিনের সফরে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী

 

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ সফর শেষে কলকাতার পথে মমতা

বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়ে পরে সেই চিঠির প্রতিলিপি টুইটও করেছেন তিনি। জানা গিয়েছে, এদিনের চিঠিতে কোনওভাবে যাতে শুভেন্দুকে ফাঁসানো না হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিকে বিশেষ নজর রাখতে বলেছেন রাজ্যপাল। দলছুটদের দিকে না তাকিয়ে প্রশাসনিক শুদ্ধিকরণ প্রয়োজন, চিঠিতে এমনই মন্তব্য করেছেন তিনি।

বুধবার রাজ্যপালকে পাঠানো চিঠিতে শুভেন্দু দাবি করেছিলেন, তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই অবস্থায় রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতে রাজ্যের পুলিশ প্রশাসন তাঁর এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। তেমন হলে রাজ্যপাল যেন বিষয়টি গুরুত্ব দিয়ে হস্তক্ষেপ করেন। চিঠিটি টুইট করে রাজ্যপাল জানিয়েছিলেন, শুভেন্দু তাঁর হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করছেন। তিনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন তা বৃহস্পতিবারই টুইট করে জানিয়ে দিলেন রাজ্যপাল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here