নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গান্ধীর জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শান্তি-অহিংসার পথে চলার পরামর্শ দিলেন রাজ্যপাল। শনিবার কলকাতায় গান্ধিমূর্তিতে মাল্যদান করার আগেই মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশে তার পরামর্শ ট্যুইট করেন।
তিনি লেখেন, “মহাত্মা গান্ধীর জন্মদিনে বাপুর মহান নীতি শান্তি এবং অহিংসাকে আমাদের অনুসরণ করতে হবে৷ গণতন্ত্র এবং মানুষের মর্যাদা বিকাশে মুখ্যমন্ত্রীর উচিৎ ভয় এবং হিংসাকে প্রতিরোধ করা”৷ যদিও তৃণমূলের দিক থেকে এখনো কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এই নিয়ে।
Befitting tribute to Bapu on #GandhiJayanti2021 -Resolve to practise and propagate his noble principles of peace and non-violence that are globally relevant.
To blossom democracy and human dignity there is need @MamataOfficial to contain all pervasive fear and violence.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 2, 2021
শনিবার গান্ধীজির ১৫২ তম জন্মদিনে দিল্লির রাজঘাটে তাঁর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন অমিত শাহ, রাহুল গান্ধী লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ বহু বিশিষ্টজন।
প্রধানমন্ত্রী এদিন ট্যুইট করে লেখেন, “জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই। বাপুকে আমার প্রণাম। তাঁর জীবন ও আদর্শ দেশের প্রতিটি প্রজন্মকে কর্তব্যের পথে চলতে অনুপ্রাণিত করতে থাকবে।”
राष्ट्रपिता महात्मा गांधी को उनकी जन्म-जयंती पर विनम्र श्रद्धांजलि। पूज्य बापू का जीवन और आदर्श देश की हर पीढ़ी को कर्तव्य पथ पर चलने के लिए प्रेरित करता रहेगा।
I bow to respected Bapu on Gandhi Jayanti. His noble principles are globally relevant and give strength to millions.
— Narendra Modi (@narendramodi) October 2, 2021
আরও পড়ুনঃ অধীর চৌধুরীকে ৩ লক্ষ ৬০ হাজার ভোটে হারাব, মন্তব্য হুমায়ুন কবীরের
গত সপ্তাহে “মন কি বাত” এ তিনি গান্ধীজির জন্মদিনে দেশবাসীকে খাদির পণ্য কিনে তাঁকে সম্মান জানাতে আহ্বান করেছিলেন। এদিন দেশের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকেও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ট্যুইট করেন তিনি।।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584