শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে একের পর এক বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে ইতিমধ্যেই শহরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক জেপি নাড্ডা। আর এই দিন সকালে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সম্পাদক জেপি নাড্ডার কনভয়ে হামলা করা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির দাবি কনভয়ে হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। যদিও পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ নিজের টুইটার এর দাবি করেছে জেপি নাড্ডার কনভয়ের অনেক পেছনে দু-একটা গাড়িতে স্থানীয় কিছু লোক পাথর ছুড়েছিল। কিছুই হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে।
Shri JP Nadda, National President, BJP reached safely at the venue, Diamond Harbour, South 24 Pgs. Nothing happened to his convoy. Few bystanders at Debipur, Falta PS, Diamond Harbour PD, sporadically and suddenly threw stones towards vehicles trailing long behind his convoy. 1/2
— West Bengal Police (@WBPolice) December 10, 2020
আর এই নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইটে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে ধনকড় লেখেন, ‘‘অরাজকতা ও অনাচারের উদ্বেগজনক এই তথ্যে উদ্বিগ্ন। রাজনৈতিক পুলিশের সহযোগিতায় শাসকদলের ক্যাডাররা বিজেপি সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা চালিয়েছে।’’
আরও পড়ুনঃ গণতন্ত্রকে গুঁড়িয়ে মানুষের কণ্ঠস্বর চাপা দেওয়ার মারাত্মক প্রবণতা চলছে, টুইট মুখ্যমন্ত্রীর
Concerned at alarming reports of anarchy and lawlessness @MamataOfficial indicating ruling party harmads on rampage at BJP President Convoy and political police @WBPolice in support.
This happening inspite of my alerts to CS & DGP early morning indicated collapse of law & order
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2020
বৃহস্পতিবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ডায়মন্ডহারবারে যাচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নাড্ডার সঙ্গেই অন্য গাড়িতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, অনুপম হাজরারা। শিরাকোলে কনভয় পৌঁছোতেই রাস্তার দুধার থেকে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। জেপি নাড্ডার গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। এরই মধ্যে পরপর গাড়ির কাচে ধেয়ে আসে ইট, কাচের বোতল। গাড়ির কাচ ভেঙে টুকরো লেগে জখম দিলীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। ভাঙচুর করা হয়েছে কৈলাশ বিজয়বর্গীয়, অনুপম হাজরার গাড়িও।
আরও পড়ুনঃ ‘বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান’, বিজেপির টুইটে টিপ্পনি তৃণমূলের
টুইটে রাজ্যের শাসকদল তৃণমূল ও পুলিশ প্রশাসনকে দুষে তিনি লিখেছেন, ‘‘অরাজকতা ও অনাচারের উদ্বেগজনক এই তথ্যে উদ্বিগ্ন। রাজনৈতিক পুলিশের সহযোগিতায় শাসকদলের ক্যাডাররা বিজেপি সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা চালিয়েছে। সকালেই মুখ্যসচিব ও ডিজি-কে সতর্ক করেছিলাম। তা সত্ত্বেও এই ঘটনা আইনশৃঙ্খলার পরিস্থিতিতে ধস নামার ইঙ্গিত দেয়।’’
যদিও রাজ্যপালের এই ট্যুইটের পরেই পশ্চিমবঙ্গ পুলিশ তাদের টুইটার অ্যাকাউন্টে দাবি করে, বিজেপির সর্বভারতীয় সম্পাদক জেপি নাডা তার গন্তব্য স্থলে সুরক্ষিত ভাবে পৌঁছে গিয়েছেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কিছু লোক তার কনভয়ের অনেক পেছনের কিছু গাড়িতে পাথর ছুঁড়ে ছিল। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সঠিক ঘটনা জানতে তদন্ত করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584