‘হীরক রাজার দেশে’ বলে ফের আক্রমণ রাজ্যপালের

0
109

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্য সরকার জবাব দিক অথবা না দিক, প্রত্যেক দিন নিয়ম করে ট্যুইট বাণ চালিয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনায় রাষ্ট্রীয় শোষণের অভিযোগ তুললেন তিনি। মঙ্গলবার টুইটে এই প্রসঙ্গে বরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ‘ হীরক রাজার দেশের’ তুলনা টানলেন।

Jagdeep Dhankhar | newsfront.co
ফাইল চিত্র

কি লিখেছেন তিনি টুইটে? রাজ্যপাল লিখেছেন, ‘রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে তৈরি অন্যতম সেরা বাংলা ভাষায় ব্যঙ্গ ছবি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে’। ওই ছবি দেখিয়েছে কিভাবে দুষ্ট রাজা শ্রমিক, চাষিসহ হীরক রাজ্য তৈরির কারিগরদের শোষণ দমন চালাতেন। শেষে মানুষ বিদ্রোহ করে।’ একইসঙ্গে তাঁর পরামর্শ, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মানুসন্ধানের সময় এসেছে। ব্যবস্থা নিন।’

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত বিধানসভার চিফ হুইপ

এই সঙ্গে টুইটে তিনি সরকারি আধিকারিকদের সতর্ক করে আরও লিখেছেন, ‘ আমলাদের এ বি সির শাখা অফিসের মতো আচরণ করা উচিত নয়। আইনের হাতুড়ি থেকে তাঁদের বাঁচা উচিত।’ আর রাজ্যপাল এই বাংলা সিনেমার কথা বলতেই তৃণমূলের দাবি, রাজ্যপালের প্রতিদিন ট্যুইটের পিছনে যে আসলে বিজেপির হাত কাজ করছে, তা প্রমাণ হয়ে যায়। তার কারণ রাজ্যপাল ভিন রাজ্যের বাসিন্দা, তিনি কোনওদিন বাংলা সিনেমা ‘হীরক রাজার দেশে’ নাম জানেন না, আর শোনার কথাও নয়। তাকে এই সমস্ত তথ্য সরবরাহ করছে পরোক্ষে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রয়োগ করছে বিজেপি। সরাসরি আক্রমণে না গিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানকে ব্যবহার করা হচ্ছে। এটা সুস্থ রাজনীতির লক্ষণ নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here