কোভিডের সরঞ্জাম কেনায় দুর্নীতির স্বচ্ছ তদন্তে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের

0
85

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এমনিতেই সরকারের বিন্দুমাত্র গাফিলতি দেখলে সমালোচনা করতে পিছপা হন না তিনি। তার মধ্যে করোনা চিকিৎসার সরঞ্জাম কেনা নিয়ে রাজ্যে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসামাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসনকে আক্রমণ শুরু করে দিলেন রাজ্যপাল।

Jagdeep Dhankhar | newsfront.co
জগদীপ ধনকড়, রাজ্যপাল পশ্চিমবঙ্গ। ফাইল চিত্র

শুক্রবার তিনি টুইট করে অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মহামারী ক্রয়ে কোটি কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এ ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে এই খবর প্রকাশ্যে আসার পরেই এই নিয়ে এক দফা টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

তবে টুইটে বারবারই তিনি ইঙ্গিত করেছেন, দুর্নীতি করে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে একজন ‘হট ফেভারিট ম্যান ফ্রাইডে’-কে। এই নিয়ে সিদ্ধান্তগ্রহণকারীরাই এমএপিকে বাঁচাতে ব্যস্ত”।

তবে তিনি কে, সে বিষয়ে তিনি কোনও কথা বলতে চাননি। তবে তিনি ট্যুইটে উল্লেখ করেছেন, অতিরিক্ত দুই মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবকে নিয়ে তদন্ত শুরু হয়েছে ঠিকই। কিন্তু তদন্ত যেন নিরপেক্ষ হয়, তার বিশ্বাসযোগ্যতা রাখতে হবে।’

আরও পড়ুনঃ প্রায় ১২ হাজার কিমি দূরের সিগন্যাল ধরল বকখালির হাম রেডিও

প্রসঙ্গত, গড়িয়া মহাশ্মশানে লাশ কাণ্ড থেকে আমপান ত্রাণ বা রেশন দুর্নীতি, কোনও বিষয় দুর্নীতির গন্ধ পেলেই মুখ্যমন্ত্রীকে সরাসরি বিঁধেছেন রাজ্যপাল। আর এবারে অস্বস্তি এড়াতে সরকার নিজে থেকেই করোনার চিকিৎসা সরঞ্জাম দুর্নীতি প্রকাশ্যে এনেছে। কিন্তু তা যাতে সরকারের খুব একটা স্বস্তির কারণ না হয়ে দাঁড়ায়, তার জন্য প্রথম থেকেই সক্রিয় রাজ্যপাল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here