শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা পরিস্থিতিতে প্রায় ১০০০-এর বেশি ভিনরাজ্যের নার্সদের ইস্তফায় এক সময়ে রীতিমত সঙ্কট তৈরি হয়েছিল রাজ্যে। সেই সময়ে আশপাশের বেশ কিছু স্থানীয় এবং কিছুটা কাজ জানা মানুষকে প্রশিক্ষণ দিয়ে স্বাস্থ্য পরিষেবায় যোগ দেওয়াতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে তাদের পরিশ্রমে রাজ্যে বেড়েছে সুস্থতার হার। সেই কারণে এবার সেই প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী বা অনোরারি হেলথ ওয়াকার্সদের জন্য এক বিশেষ আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
তিনি জানিয়েছেন, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের জন্য সরকারের এই উদ্যোগ পরের মাস, অর্থাৎ জুলাই মাসের ১ তারিখ থেকে চালু হবে। এই প্রকল্পের আওতায় যে প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীরা কাজ করছেন, তাঁরা মাসিক সাড়ে ছ’হাজার টাকা করে পাবেন।
আরও পড়ুনঃ মনোবল বাড়াতে জেলায় জেলায় ‘কোভিড ওয়ারিয়র্স ক্লাব’
ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্তঃসত্ত্বা মহিলা, শিশু, যক্ষ্মা আক্রান্তদের চিকিৎসার মতো একাধিক কাজ এই স্বাস্থ্যকর্মীরা করে থাকেন। তাঁদেরই এবার বিশেষ সুবিধা দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই বিষয়টি ঘোষণা করেছেন। এর ফলে রাজ্যের জনস্বাস্থ্য পরিষেবাই উপকৃত হবে বলে মত রাজ্য প্রশাসনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584