শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ইতিমধ্যেই বিভিন্ন সরকারি প্রকল্প-সহ রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার করোনা এবং আমফান বিপর্যয়ের মধ্যেও সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের খবর, নিয়ম মাফিক প্রতিবছর জুলাই মাসে সরকারি কর্মীদের মূল বেতনের ওপর ৩ শতাংশ হারে বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হয়। রাজ্যের কোষাগারে টান থাকলেও চলতি বছরেও তাদের এই ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করা হবে না বলে নবান্ন সূত্রে খবর।
তবে কর্মীদের বর্তমান বেতন কাঠামাে অনুযায়ী বৃদ্ধির হার কিছুটা এদিক ওদিক হতে পারে। এখন রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন ১৭ হাজার টাকা। সেক্ষেত্রে সর্বনিম্ন বেতনের কর্মীর সব মিলিয়ে ৫০০ টাকার বেশি বেতন বৃদ্ধি হবে। এভাবেই ইসলাম অনুযায়ী বেতন বাড়বে বেতন ক্রমের ওপরে থাকা কর্মচারীদের।
আরও পড়ুনঃ কর্মচারীদের বকেয়া ডিএ ইস্যুতে রাজ্য সরকারের আবেদন খারিজ করল স্যাট
নবান্নের দাবি, এর ফলে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ছাড়াও পঞ্চায়েত-পুরসভা, সরকারি স্বশাসিত সংস্থা এবং সরকারের আর্থিক অনুদানে চলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় ৭ থেকে সাড়ে ৭ লক্ষ কর্মচারী এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন।
আরও পড়ুনঃ তৃণমূল জমানায় ৯০ শতাংশ দুর্নীতিই নিয়ন্ত্রণে! সাফাই মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, রাজ্য সরকারকে মহার্ঘ্য ভাতা দিতেই হবে বুধবার এমনই রায় শুনিয়েছে স্যাট। রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে স্যাটের রায় গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের আগুন কিছুটা প্রশমন করতেই বিপর্যয়ের মধ্যেও বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নবান্নের, এমনটাই সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584