এবার ই-রেশন কার্ড চালুর পথে রাজ্য, আরও সহজ হচ্ছে খাদ্য বন্টন ব্যবস্থা

0
53

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

জনসাধারণের জন্য এবার ই-রেশন কার্ড চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ই-কার্ড চালুর বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর। একদিকে ‘ভুয়ো’ গ্রাহক বাদ দেওয়া, অন্যদিকে, জনগণের ঝক্কি এড়াতেই সরকারের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। ই-কার্ড থাকলে একটু বেশিই সুবিধা হবে সাধারণের।

Ration distribution | newsfront.co

উপভোক্তাকে আর হাতে করে রেশন কার্ড নিয়ে দোকানে যেতে হবে না। এক্ষেত্রে ফোনেই পিডিএফ ফর্ম্যাট থাকলেই গ্রাহকের কাছে রেশন কার্ড থাকবে। রেশন দোকানে গিয়ে উপভোক্তা ই-কার্ডের নম্বর বললেই পেয়ে যাবেন প্রয়োজনীয় সামগ্রী।

খাদ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে ই-রেশন কার্ডের জন্য আবেদন জানিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এরপর একটি ওটিপি আসবে আবেদনকারীর মোবাইলে। তার মাধ্যমেই আবেদনকারীর পরিচয় যাচাই হয়ে যাবে। তারপর ওই আবেদনকারী গ্রাহক হিসেবে একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর পাবেন। পিডিএফ ফর্ম্যাটে রেশন কার্ডটিও গ্রাহকের মোবাইল ফোনে পৌঁছে যাবে। সেটি ডাউনলোড ককরতে হবে।

আরও পড়ুনঃ শাক সবজি থেকে রান্না করা খাবার দুয়ারে পৌঁছে দেবে রাজ্য সরকারের অ্যাপ

গ্রাহকের রেশনের সামগ্রী নেওয়ার প্রয়োজন হলে মোবাইলে রাখা পিডিএফ ফর্ম্যাটের রেশন কার্ডটি দোকানে দেখালে অথবা ই-রেশন কার্ড ডাউনলোড করা না হলেও ওই কার্ডের রেজিস্ট্রেশন নম্বরটি রেশন দোকানে বললেও মিলবে পরিষেবা।

আরও পড়ুনঃ লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিস জারি সিবিআইয়ের

জানা গিয়েছে, ই-রেশন কার্ড চালু হলে ক্রমশ বিলুপ্ত করা হবে ডিজিটাল রেশন কার্ড ব্যবস্থা। খাদ্য ও সরবরহ দফতর সূত্রে খবর, ডিজিটাল রেশন কার্ড এখনও তৈরি হচ্ছে। তথ্যদান সংক্রান্ত জটিলতা এবং ডাক-সমস্যায় বিপুল সংখ্যক মানুষের হাতে এখনও ডিজিটাল রেশন কার্ড পৌঁছয়নি। ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন রাজ্যবাসীদের একাংশ। খাদ্য দফতর মনে করছে, এই ই-রেশন কার্ড পরিষেবা চালু হলে এইসব সমস্যা থেকেই রেহাই মিলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here