শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দফতরগত সমন্বয়ের অভাবে রাজ্যে যাতে আর সড়ক সংস্কারের কাজ আটকে না থাকে, তার জন্য এবার রাজ্যের সমস্ত সড়ক সংক্রান্ত প্রকল্পকে একসঙ্গে এনে ‘পথশ্রী অভিযান’ নামে একটি নতুন প্রকল্প তৈরি করল রাজ্য সরকার।

জানা গিয়েছে, উত্তরবঙ্গ সফরের মধ্যেই ১ অক্টোবর রিমোটের সাহায্যে প্রকল্প উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এখন থেকে গোটা রাজ্যের মধ্যে যে কোনও সড়ক সংস্কারের কাজ হলে এই নয়া প্রকল্পের নামে বোর্ড লাগানো হবে বলে জানা গিয়েছে। সেখানে প্রকল্পের খরচ, শুরু থেকে শেষ হওয়ার দিন সহ যাবতীয় খুঁটিনাটি বিষয়ের উল্লেখ থাকবে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী সহ একাধিক প্রকল্প ইতিমধ্যেই বিশ্বমঞ্চে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু এই প্রকল্পগুলি সাধারণ মানুষের জন্য ব্যক্তিভিত্তিক হলেও দফতর ভিত্তিক সমন্বয়ের জন্য এই ধরনের প্রকল্প এই প্রথম।
আরও পড়ুনঃ মহিলা যাত্রীর সুরক্ষায় দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ পরিষেবা ‘সহেলি’
রাজ্যের বড় সড়ক দুর্ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে গায়ক কালিকাপ্রসাদ, অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায় থেকে রাজ্যের মহিলা পুলিশ কমান্ড্যান্ট দেবশ্রী চ্যাটার্জিরও। এমনকি কয়েক বছর আগে দুর্ঘটনায় আহত হয়ে চোখে টাইটানিয়াম প্লেট বসাতে হয়েছিল খোদ মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
তারপরেও দেখা গিয়েছে, রাজ্য সরকার দরপত্র ডেকে সংস্কারের অনুমোদন দিয়ে ফান্ড ছেড়ে দেওয়ার পরেও সমন্বয়ের অভাবে কাজ শুরু হয়েও শেষ হচ্ছে না। তাই কেন্দ্রীয় ভাবে একটি নজরদারির প্রয়োজনীয়তা অনুভব করছিল রাজ্য প্রশাসন।
আরও পড়ুনঃ রাজ্যের নতুন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদি
রাজ্যের বিদায়ী মুখ্যসচিব রাজীব সিনহা শনিবার বাংলা গ্রামীণ সড়ক যোজনা সহ সড়ক নির্মাণের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছিলেন।
সেখানে পুজোর আগে রাজ্যের সমস্ত সড়কের সংস্কারের কাজ সেরে ফেলার ওপর জোর দেওয়া হয়েছে। চলতি আর্থিক বছরে ওই প্রকল্পের আওতায় ২৭০০ কিলোমিটার রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে বিভিন্ন জেলায় ৪০০ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তাই কাজ শেষ হওয়া রাস্তাগুলির পাশাপাশি কাজ বাকি থাকা রাস্তাগুলির কাজ যাতে দ্রুত শেষ হয়, তার জন্য এবার এই নতুন প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার।
আরও পড়ুনঃ আরও ১৬০০ সুস্বাস্থ্য কেন্দ্র হবে পশ্চিমবঙ্গে
নবান্ন সূত্রে খবর, ১ অক্টোবর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন মমতা। ওই দিন সেখানে একটি প্রশাসনিক পর্যালোচনামূলক বৈঠকেও যোগ দেবেন।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এম ভি রাও এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, আগামী ১ অক্টোবর মুখ্যমন্ত্রী রাজগঞ্জ থেকে এই ‘পথশ্রী অভিযান’ প্রকল্পের উদ্বোধন করবেন।
এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্যই হল গ্রামীণ রাস্তার যথাসম্ভব সংস্কারসাধন। আগামী ১ অক্টোবর শেষ হওয়া রাস্তাগুলির উদ্বোধনের পাশাপাশি নতুন এই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, প্রত্যেক বছর বর্ষার আগে বা পরে রাস্তা সংস্কারের কাজ করা হলেও এই বছর করোনা মহামারীর কারণে অনেক কাজই এগোয়নি। আবার ২০২১ সালে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার কারণে আর কোনও কাজ করা যাবে না।
তাই পুজোর আগেই রাস্তা সংস্কারের কাজে গতি আনতে চাইছে রাজ্য সরকার। কারণ রাস্তা সংস্কারের কাজ ঠিকঠাক হলে তার প্রভাবও গ্রামীণ ও শহুরে ভোটব্যাঙ্কে পড়ে। তাই এবার এদিকে বিশেষ নজর দিতে চাইছে রাজ্য প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584