শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা আক্রান্ত ও রাজ্যের সাধারণ মানুষের মনোবল বাড়াতে ফের এক নয়া পরিকল্পনা রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার করোনা জয়ীদের নিয়ে জেলায় জেলায় তৈরি করা হচ্ছে ‘কোভিড ওয়ারিয়র্স ক্লাব।’ যারা সাধারণ মানুষ এবং হাসপাতালে করোনা জয়ীদের মনোবল বাড়াতে সাহায্য করবে।
প্রসঙ্গত, করোনা মহামারীর প্রথম দিন থেকে শুধুমাত্র আতঙ্কের সাক্ষী হয়েছে মানুষ। আশপাশের কে কখন করোনা আক্রান্ত হচ্ছেন, কাকে স্বাস্থ্যকর্মীরা তুলে নিয়ে যাচ্ছেন এবং পরিবারের লোকজনকে কোয়ারেন্টাইন করা হচ্ছে, এসব নিয়ে রীতিমত আতঙ্কিত হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন বহু মানুষ।
কিন্তু চিকিৎসকরা রাজ্যে সুস্থতার হার বাড়িয়ে দেখিয়ে দিয়েছেন, করোনাকে জয় করা সম্ভব। তবে কে কোথায় করোনা জয় করে ফিরছেন, তা অনেকেই জানতে পারছেন না। তাই করোনাজয়ীদের মুখে করোনা জয়ের কথা শুনলে মনোবল বাড়বে মানুষের।
আরও পড়ুনঃ এক ফোনে চিকিৎসা পাবেন অসুস্থরা, রাজ্যজুড়ে ‘টেলি মেডিসিন’ পদ্ধতির ঘোষণা মুখ্যমন্ত্রীর
আর মনোবল থাকলে নতুন করে করোনা আক্রান্ত হলেও করোনাকে হারিয়ে ফিরে আসতে পারবেন মানুষ। সেই কারণেই জেলায় জেলায় তৈরি করা হচ্ছে ‘কোভিড ওয়ারিয়র্স ক্লাব।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই বহরমপুরে ৬০ জনকে নিয়ে এই ক্লাব শুরু হয়েছে। ধীরে ধীরে সব জেলায় এমনকি কলকাতাতেও এই ক্লাব ছড়িয়ে পড়বে।
আরও পড়ুনঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাজারে ‘আরোগ্য’ সন্দেশ আনছে রাজ্য
মুখ্যমন্ত্রী বলেন, এই করোনাজয়ীদের শুধু সাধারণ মানুষ নয়, হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের মনোবল বাড়াতেও ব্যবহার করা হবে। করোনা জয়ীরা করোনাকে কাছ থেকে দেখে করোনার বিরুদ্ধে লড়াই করে জিতেছেন। তাই তাঁরা যদি বিভিন্ন হাসপাতালে অন্যান্য রোগীদের সঙ্গে কথা বলার কাজ করেন, তাহলে তা অন্য রোগীদেরও দ্রুত সুস্থ করে উঠতে সাহায্য করবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, যাঁরা এই কোভিড ওয়ারিয়র্স ক্লাবে যুক্ত হয়ে কাজ করবেন তাঁদের একটা মাসিক বেতন ও থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হবে। করোনায় সুস্থ হয়ে ওঠা মানুষদের একটা বড় অংশকে কাজে লাগানো হবে। যারা এই কাজে যুক্ত হতে চাইবেন তাঁদেরই যুক্ত করা হবে। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সব জেলার প্রশাসনের সঙ্গে কথা বলে এই পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584