নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
নাইট কারফিউ অমান্য করলে এবার কড়া হতে হবে প্রশাসনকে। শনিবার জেলাশাসকদের নির্দেশ দিল নবান্ন। রাজ্যে অন্যান্য কোভিড বিধিনিষেধের সঙ্গে সঙ্গে জারি রয়েছে নাইট কারফিউ, অর্থাৎ রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত একান্তই জরুরি প্রয়োজন ছাড়া বেরোনো যাবে না বাড়ির বাইরে।
কোভিড বিধিনিষেধের বেশ কিছু ক্ষেত্রে ধীরে ধীরে ছাড় দিয়েছে রাজ্য সরকার তবে নাইট কারফিউ তুলে নেওয়া হয়নি। তবে তা যে তেমন কঠোর ভাবে মানা হচ্ছিল না সে বিষয়টি নজরে এসেছে প্রশাসনের। এখন থেকে নাইট কারফিউ অমান্য করলে প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বড় অংকের জরিমানা চালুর ভাবনা চিন্তাও রয়েছে নবান্নের।
শনিবার এই বিষয়টি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের সব জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকেই বলা হয়েছে, নাইট কারফিউ যাতে মানা হয় সে বিষয়ে কঠোর হতে হবে প্রশাসনকে। বিধি না মানলে জরিমানাও চালু করতে হবে। রাজ্যের সর্বত্র নাকা চেকিং আরও কঠোর করারও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
আরও পড়ুনঃ করোনার তৃতীয় ঢেউয়ের আগে সমস্ত কলকাতাবাসীকে টিকা দেওয়া সম্ভব নয়, সাফ জানালেন ফিরহাদ
করোনার তৃতীয় ঢেউ রাজ্যে আসার আগে থেকেই সতর্ক থাকতে চায় সরকার। শনিবারের বৈঠকে এনিয়ে বিশদ আলোচনা হয়েছে। এই বৈঠকেই বলা হয়েছে সর্বত্র সরকারের নির্দিষ্ট করা নিয়ম মেনে দোকান, বাজার খোলা হচ্ছে কি না, নির্দিষ্ট সময়ের বাইরে কেউ দোকান খুলে রাখছেন কি না, সে সব দিকে নজর রাখতে হবে।
আরও পড়ুনঃ প্রস্তুত থাকতে হবে উপনির্বাচনের জন্য, ৬ জেলায় চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের
তবে শুধুমাত্র কড়া পদক্ষেপ গ্রহণই নয়, একই সঙ্গে জেলায় জেলায় সাধারণ মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যেতে হবে বলেও নবান্নের তরফে নির্দেশ জারি করা হয়েছে। স্থানীয় স্তরে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যাঁরা নিয়ম মানছেন না, তাঁদের সতর্ক করার কাজে ওই সব সংগঠনকেও কাজে লাগাতে হবে। এ ছাড়াও সরকারি বিধিনিষেধ এবং নাইট কারফিউ সম্পর্কে মাইকের সাহায্যে প্রচার চালাতে হবে, এমন নির্দেশই দেওয়া হয়েছে এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584