আগেই লাইসেন্স সাসপেন্ড করা উচিত ছিল, ডিসান হাসপাতালকে তীব্র ভর্ৎসনা স্বাস্থ্য কমিশনের

0
95

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

অ্যাম্বুলেন্সে পড়ে থেকে রোগীর মৃত্যুর ঘটনায় ডিসান হাসপাতালের বিরুদ্ধে কিছুদিন আগেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল স্বাস্থ্য কমিশন। প্রথম শুনানিতেই তা নিয়ে একাধিক নির্দেশনা দিয়ে ডিসান হাসপাতালকে ভর্ৎসনা করল স্বাস্থ্য কমিশন। বিষয়টি যে তারা মোটেই হালকাভাবে নিচ্ছে না সেই মনোভাব এদিনই স্পষ্ট করে দেয় কমিশন।

Desun hospital | newsfront.co
ফাইল চিত্র

এদিন মামলার শুনানিতে কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মামলার শুরুতেই ডিসান হাসপাতালকে ১০ লক্ষ টাকা জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রোগীদের থেকে কোনও অগ্রিম নিতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ।

এই গুরুতর অভিযোগে আগেই হাসপাতালের লাইসেন্স সাসপেন্ড হওয়া উচিত ছিল। কিন্তু অনেক রোগী চিকিৎসাধীন, তাই সাসপেন্ড করা হল না। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও রোগীর কাছ থেকে অগ্রিম নিতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ তৃণমূলে আরও কমল শুভেন্দুর গুরুত্ব, রাজ্য কর্মচারী ফেডারেশনের মেন্টর পদে দিব্যেন্দু রায়

প্রসঙ্গত, স্বামীর মৃত্যুর পর লায়লা বিবি নামে ওই রোগী অসুস্থ হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হলে জানা যায়, তিনি আক্রান্ত। কিন্তু করোনা রোগীদের জন্য কোনও ব্যবস্থা ছিল না ওই হাসপাতালে। সেই কারণেই রোগীকে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয় পরিবার। সেই মতো আগে থেকে ফোন করে বেড বুক করে ওই করোনা আক্রান্তকে কলকাতার ডিসান হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ করোনা মহামারির জেরে ভারতে কর্মহীন ৪১ লক্ষ

পরিবারের অভিযোগ, ভর্তির জন্য হাসপাতালের তরফে ৩ লক্ষ টাকা দাবি করা হয়। কিন্তু, সেই মুহূর্তে পুরো টাকা ছিল না তাঁদের কাছে। শেষে ২ লক্ষ ৮০ টাকা জমা তারা দিয়েছিলেন। কিন্তু মাত্র ২০ হাজার টাকা কম থাকায় হাসপাতাল ভর্তি নেয়নি।

অবশেষে অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। এরপরই হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। তারা আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই ঘটনাতেই ডিসান হাসপাতালের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করে স্বাস্থ্য কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here