নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা পরিস্থিতিতে নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতর। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিউটিতে জারি হল নতুন নির্দেশিকা।
স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিবারাত্র কাজ করে চলেছেন, খোলা হয়েছে অনেক কোভিড কেয়ার সেন্টার। তাই এবার ফ্রন্টলাইনার করোনা যোদ্ধাদের কথা ভেবে ডিউটিতে কিছুটা শিথিলতা আনল রাজ্য সরকার।সপ্তাহে ২-৩ দিন মিলবে ছুটি, ‘নাইট শিফট’ ৬-৭ ঘণ্টার এবং ‘ডে শিফট’ ৮ ঘন্টার করা হবে।
আরও পড়ুনঃ কোভিডে মৃত সরকারি কর্মীর পারিবারিক পেনশনের বিধি কিছুটা শিথিল করল কেন্দ্র
উল্লেখ্য, গত কয়েকদিনে কিছুটা কমেছে রাজ্যে করোনা সংক্রমনের হার। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৩৭ জন, সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৮৫৬ জন। কমেছে দৈনিক মৃতের সংখ্যাও, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩১ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584