নিজস্ব প্রতিবেদক, কলকাতা:
উচ্চমাধ্যমিকের বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা এখনো বাকি রয়েছে। তবুও ইতিমধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে সেগুলোর মূল্যায়ন প্রক্রিয়া এগিয়ে রাখতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
তাই বুধবার এক নির্দেশিকা জারির মাধ্যমে মূল্যায়নকারী শিক্ষক ও প্রধান পরীক্ষকদের উদ্দেশ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে প্রধান পরীক্ষকদের কাছ থেকে মূল্যায়ন ও স্ক্রুটিনীর জন্য মূল্যায়নকারী শিক্ষক উত্তরপত্র দ্রুত সংগ্রহ করবেন। প্রয়োজনে তারা নিকটবর্তী থানায় যোগাযোগ করে সেখান থেকে প্রয়োজনীয় যাতায়াতের পাস নিয়ে পাবলিক পরিবহন বা নিজস্ব গাড়ি করে প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তর পত্র সংগ্রহ করবেন।অন্যদিকে প্রয়োজন হলে প্রধান পরীক্ষক জেলা বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থাদি সম্পন্ন করবেন।
আরও পড়ুন:স্কুলকে কোয়ারেন্টাইন সেন্টার করার প্রতিবাদে বিক্ষোভ বাসিন্দাদের
মূল্যায়নকারী পরীক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন ও স্ক্রুটিনি করে মার্কস ফয়েল কুরিয়ার অথবা ই-মেইল এর মাধ্যমে প্রধান পরীক্ষকের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584