WBJEE: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

0
90

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

১৬ নভেম্বর, মঙ্গলবার থেকে রাজ্যে খুলতে চলেছে স্কুল-কলেজ। এরমধ্যেই গতকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ডের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে, আগামী বছর ২৩ এপ্রিল হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।

Exam
সৌজন্যেঃ ইন্ডিয়া টিভি

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে বলা হয়েছে, ২০২২ -এর ২৩ এপ্রিল থেকে শুরু হতে চলেছে জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা। অনলাইনে আবেদন করা যাবে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। তবে পরীক্ষা হবে অফলাইনেই, ‘OMR’ শিটে। পরীক্ষার ফলাফল প্রকাশ বিষয়ে এখনও কিছু জানায়নি বোর্ড। পরীক্ষার ব়্যাঙ্ক অনুযায়ী কাউন্সেলিংয়ের পর রাজ্যের সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবে পরীক্ষার্থীরা। বিস্তারিত www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in -এই দুই ওয়েবসাইটে আপডেট করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বোর্ড।

আরও পড়ুনঃ সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় ৪৪৫ নম্বর স্থানে সীমান্ত এলাকার ছাত্র স্বরূপ সরকার

উল্লেখ্য, দীর্ঘ ২০ মাস বন্ধ রয়েছে স্কুল। ২০২১ -এ হয়নি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। তবে আগামী বছর, ২০২২ সালে আগের নিয়মেই হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। পর্ষদ তরফে জানানো হয়েছে, মাধ্যমিক শুরু হবে ৭ মার্চ থেকে এবং শেষ হবে ১৬ মার্চ। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ২ এপ্রিল এবং শেষ হবে ২০ এপ্রিল। আর উচ্চমাধ্যমিক শেষ হলেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here