বজ্র নিরোধক যন্ত্র বসানোর দাবি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি‌র

0
376

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

ইতিমধ্যে বর্ষার মরশুম শুরু হয়ে গিয়েছে। আর এর মাঝেই জেলার প্রতিটি স্কুলে বজ্র নিরোধক যন্ত্র বসানোর দাবি জানালো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি‌। রাজ্যে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে।

Teacher | newsfront.co
নিজস্ব চিত্র

ইতিমধ্যে বজ্রপাতে মৃত্যু ঠেকাতে রাজ্য সরকারের তরফ থেকে কয়েক লক্ষ নারকেল গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এর মাঝেই ছাত্র-ছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিটি স্কুলে বজ্র নিরোধক যন্ত্র বসানোর জন্য পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরূপ কুমার ভৌমিক। ইতিমধ্যে তিনি এই দাবি নিয়ে সরকারের কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছেন।

letter | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লকডাউনের মধ্যে এবার পড়ুয়াদের শরীরচর্চায় জোর শিক্ষকদের

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরূপ কুমার ভৌমিক বলেন, “স্কুলের ছাত্র-ছাত্রীদের ও শিক্ষক শিক্ষিকাদের জীবনের নিরাপত্তার তাগিদে প্রতিটি বিদ্যালয়ের বজ্র নিরোধক যন্ত্র বসানোর জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। স্কুল চলাকালীন প্রচন্ড বৃষ্টির সময় বজ্রপাত ঘটে। যা নিয়ে ছাত্র-ছাত্রীদের আতঙ্কে কাটাতে হয়। তাই সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here