নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যের সমস্ত সরকারি ভবনের মত এবার স্কুল ইউনিফর্মেও লাগতে চলেছে নীল-সাদার ছোঁয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে রাজ্যের সমস্ত সরকারি, আধা সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির আগের ইউনিফর্ম যাচ্ছে বাতিলের খাতায়, পরিবর্তে রাজ্য জুড়ে স্কুল ইউনিফর্ম হবে মুখ্যমন্ত্রীর পছন্দের আকাশী-সাদা রঙের। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে উন্নীত করতে ও রাজ্যের বস্ত্রশিল্পের প্রসারে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই সব ইউনিফর্ম তৈরির দায়িত্ব দেওয়া স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। রাজ্য সরকারের তরফে সংশ্লিষ্ট দপ্তরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাবতীয় ব্যবস্থা সেরে ফেলতে। এই মর্মে শিক্ষা দপ্তর সমস্ত জেলায় বিডিও দের কাছে নির্দেশও পাঠিয়ে দিয়েছে। যেসব স্বনির্ভর গোষ্ঠী সেলাইয়ের কাজ করেন তাঁরাই ইউনিফর্ম তৈরির দায়িত্ব পাবেন। পড়ুয়াদের পোশাকের মাপ নিতে ব্লকের স্কুলগুলিতে স্বনির্ভর গোষ্ঠীর কর্মীদের পাঠানোর দায়িত্ব থাকবে বিডিওদের।
আরও পড়ুনঃ নবম-দশম শ্রেণীর নিয়োগ সংক্রান্ত সুপারিশ কমিটির বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
সরকারি নির্দেশিকা অনুযায়ী, পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রদের দেওয়া হবে একটি করে ফুলপ্যান্ট ও একটি করে ফুলহাতা শার্ট এবং একটি করে হাফ প্যান্ট ও একটি হাফ হাতা শার্ট। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রদের একটি ফুলহাতা ও একটি হাফ হাতা শার্ট এবং দুটি করে ফুলপ্যান্ট দেওয়া হবে। আর ছাত্রীদের ক্ষেত্রে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুটি শার্ট একটি স্কার্ট ও একটি টিউনিক; ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুটি করে সালোয়ার-কামিজ ও একটি ওড়না দেওয়া হবে। স্কুলের লোগো, ব্যাজ ও টাই দেওয়া হবে স্কুল শিক্ষা দপ্তর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584