উচ্চমাধ্যমিক রেজাল্টে বিক্ষুব্ধ ১৩৭ জনের সংশোধিত ফল দুদিনে, বাড়ল নম্বরও

0
103

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

হুগলি জেলার আরামবাগ হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ২৬০ জন ছাত্রী। কিন্তু ফল প্রকাশের দিন দেখা যায় ১৩৭ জন ছাত্রীর মধ্যে তীব্র অসন্তোষ পরীক্ষার ফল নিয়ে। অভিযোগ আশানুরূপ নম্বর পাননি তাঁরা। এই নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্ত্বর।

Result announcement
ছবি: সংগৃহীত

শুধু আরামবাগ নয় নম্বর কম পেয়েছেন এই অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ দেখা যায়। এর ফলে মুখ্যসচিব নবান্নে তলব করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসকে এবং দ্রুত অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এরপরেই আজ রবিবার পাল্টে গেল গোটা চিত্র। ওই স্কুলের ১৩৭ জন ছাত্রীর সংশোধিত মার্কশিট এলো, দেখা গেলো বেড়েছে নম্বরও। সংসদের এমন তৎপরতায় অভিভাবক থেকে পড়ুয়া সকলেই খুশি।

আরও পড়ুনঃ হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় আনিসা সুলতানা, ইচ্ছে ডাক্তার হওয়ার

ওই স্কুলের বিজ্ঞান বিভাগের এক ছাত্রী বলেন ফল প্রকাশের পরে দেখা যায় তিনি ৪৬৩ পেয়েছেন, সংশোধনের পর তাঁর নম্বর হয়েছে ৪৮২ এবং তিনি মনে করছেন এটিই যথার্থ নম্বর। বিজ্ঞান বিভাগের আরেক ছাত্রীও পেয়েছেন ৪৮২। তবে এত তাড়াতাড়ি সংশোধিত মার্কশিট হাতে পেয়ে তাঁরা সকলেই উচ্ছসিত।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের ফল ঘিরে অসন্তোষ জেলায় জেলায়, হস্তক্ষেপ নবান্নের

অভিভাবক ও ছাত্রীরা বলেন, মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ফল হিসাব করে তাঁদের মোটামুটি একটা ধারণা ছিলই ফল সম্পর্কে তার তুলনায় অনেক কম নম্বর পেয়ে স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে পড়েন তাঁরা। কিন্তু এখন স্কুল কর্তৃপক্ষ এত তাড়াতাড়ি ফল সংশোধন করে পড়ুয়াদের হাতে তুলে দেওয়ায় তাঁরা খুবই আনন্দিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here