WBJEE 2021: ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের উত্তরপত্র প্রকাশ

0
95

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আজ বুধবার প্রকাশিত হল ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন’-এর ‘অ্যান্সার কি’। এদিন এই উত্তরপত্র প্রকাশ করল জয়েন্ট বোর্ড। wbjeeb.nic.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ২০২১ সালের জয়েন্ট এন্ট্রান্সের এই ‘অ্যান্সার কি’।

Exam
প্রতীকী চিত্র

বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অগাস্টের প্রথম সপ্তাহে ‘ওএমআর’ ছবি ও পরীক্ষার্থীদের উত্তর প্রকাশ করা হবে। জানানো হয়েছে, এরপরেও উত্তরপত্র নিয়ে কোনও আপত্তি থাকলে ২২ জুলাইয়ের মধ্যে সাইটে তা জানাতে হবে।

কীভাবে উত্তরপত্র চেক করতে পারবেন পরীক্ষার্থীরা? জেনে নিন:

১) বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ ওপেন করুন।
২) এবার হোমপেজে ‘অ্যান্সার কি’ দেখার লিঙ্কে ক্লিক করুন।
৩) নতুন একটি পেজ খুলবে এবার এখানে নিজের ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন (Log IN) করুন।
৪) এবার ‘অ্যান্সার কি’-র একটা পিডিএফ দেখতে পাবেন।
৫) সেখানে এবার জয়েন্টের ‘অ্যান্সার কি’-র একটা পিডিএফ দেখতে পাবেন।
৬) পিডিএফটি দুভাবে ডাউনলোড করা যাবে। একটিতে লাগবে আবেদনের নম্বর ও পাসওয়ার্ড, অন্য অপশনে আবেদন নম্বরের সঙ্গে দিতে হবে জন্ম তারিখ (Date of Birth)। এভাবে পিডিএফটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন।

এছাড়াও পরীক্ষার্থীদের রাজ্যে জয়েন্ট প্রবেশিকার বিষয়ে বিশদে জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ মাধ্যমিকে ন্যূনতম কত নম্বরে কোন কোন বিষয় নিয়ে পড়তে পারবে পড়ুয়ারা?

উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রথমে ১১ জুলাই পরীক্ষার দিন স্থির করা হলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। এরপর গত ১৭ জুলাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন নেয় বোর্ড। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচারের কোর্সের জন্য এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here