আনলকের মাধ্যমেই সমাধান খুঁজতে হবে, লকডাউনের গুজব উড়িয়ে বললেন প্রধানমন্ত্রী

0
101

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

করোনা মোকাবিলায় এইমুহূর্তে দেশজুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন। ‘আনলক-ওয়ান’ পর্বও শুরু হয়ে গেছে। কিন্তু করোনা সংক্রমণ দ্রুত ছড়ানোর কারণে ফের লকডাউন হতে পারে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে নানা মহলে। আনলক না ফের বজ্রআঁটুনি লকডাউন? এ নিয়ে গুজবও ছড়াচ্ছে বিস্তর। বুধবার সেইসব গুজব উড়িয়ে দিয়ে আনলকের সাহায্যেই করোনা সঙ্কট কীভাবে কাটানো যায়, সেই দিশা খুঁজতে ১৪টি রাজ্যর মুখ্যমন্ত্রীদের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi | newsfront.co
ফাইল চিত্র

তবে বুধবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তা তালিকায় নাম নেই, এই দাবিতে তাঁর বদলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। দ্বিতীয় দফার এই বৈঠকে মোদী বলেন, “দেখুন, এখন থেকে আমাদের আনলকের মাধ্যমেই সমাধান খুঁজতে থাকতে হবে। আমাদের আনলক, আনলক এবং আনলকেই ভরসা রাখতে হবে। সেদিকেই এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে।”

আরও পড়ুনঃ বাকি পরীক্ষা বাতিল করে সিবিএসসির ফল প্রকাশ সম্ভব কিনা খতিয়ে দেখতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

এখনও দেশের যে ১৪টি রাজ্যে করোনার দাপট অব্যাহত, সেইসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেই বৈঠক করেন মোদী। উপস্থিত ছিল মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা এবং ওড়িশা। যতদিন যাচ্ছে দেশে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত ভারত, কৃতজ্ঞ মোদী

উপসর্গ দেখা দিলেই পুরোদমে করোনা টেস্ট, আইসোলেশন যেন করা হয় বুধবারের বৈঠকে এমনটাই জানান নরেন্দ্র মোদী। পাশাপাশি কীভাবে ‘আনলক ওয়ান’ এবং এর পরবর্তী ফেজে করোনা সংক্রমণ রোখা যেতে পারে তাঁর স্ট্র্যাটেজিও তৈরি করতে বলেন। মোদী জানান পরবর্তীতে আনলক পর্যায় বাড়ানো হলে কোভিড সংক্রমণের আশংকা থাকছে। তাই পিএম কেয়ার তহবিলের টাকা ব্যবহার করে রাজ্য যাতে নিজেরাই পিপিই কিট, ভেন্টিলেটর তৈরি করে সেদিকেও জোর দেন প্রধানমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here